5

Old Bike Problem: পড়ে থাকা বাইকের সমস্যা

ব্যবহার হয় না, দীর্ঘদিন পড়ে আছে। এমন বাইকে কী কী সমস্যা হয় জানেন? সাধারণত যদি ১ বছর কোনও বাইক পড়ে থাকে তাহলে বহু সমস্যা দেখা যায়। ১ বছরে বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে বাইক স্টার্ট নইতে সমস্যা হয়। স্টার্ট নিলেও বাইক চলতে সমস্যা হবে।

| Edited By: | Updated on: Sep 10, 2023 | 2:20 PM

ব্যবহার হয় না, দীর্ঘদিন পড়ে আছে। এমন বাইকে কী কী সমস্যা হয় জানেন? সাধারণত যদি ১ বছর কোনও বাইক পড়ে থাকে তাহলে বহু সমস্যা দেখা যায়। ১ বছরে বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে বাইক স্টার্ট নইতে সমস্যা হয়। স্টার্ট নিলেও বাইক চলতে সমস্যা হবে। দীর্ঘদিন পড়ে থাকলে মোটরবাইকের বিভিন্ন যন্ত্রাংশে মরচে পড়বে। ফুয়েল ট্যাঙ্ক, চেইন ও ইঞ্জিনে জং পড়লে মোটা অঙ্কের খরচ হবে। ১ বছর ইঞ্জিন অয়েল না বদলালে কিংবা এয়ার ফিল্টার পরিষ্কার না করলে বাইক ঠিকঠাক কাজ করবে না । পড়ে থাকা বাইকে ইঁদুর ব্রেকের তার, সিট, হ্যান্ডেলবার কেটে দিলে সেই বাইক চালাতে হয়। ১ বছরে নিশ্চিত ভাবে ফেল করবে পলিউশন সার্টিফিকেট। ৬ মাসে এক্সপায়ার করে এই PUC সার্টিফিকেট। ১ বছরের পড়ে থাকা বাইকের ইন্সুরেন্সও ফেল করবে। বাইক চালানোর আগে রিনিউ করুন ইন্সুরেন্স। নয়ত আইনি সমস্যায় পড়বেন। তাই পুনরায় বাইক চালানোর আগে নজর রাখুন এই বিষয় গুলো।

Follow Us: