Male River In India: একমাত্র পবিত্র পুরুষ নদী
তিব্বতের পুরুং জেলার চ্যাং থাং মালভূমি থেকে উৎপত্তি ব্রহ্মপুত্রের। তিব্বতে এর নাম সাংপো। অরুণাচলে এই নদীর নাম ডিহং। ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী ব্রহ্মপুত্র। এর দৈর্ঘ্য ২৭০০ কিলোমিটার। বৌদ্ধ ধর্ম মতে ব্রহ্মপুত্র ছিল একটি হ্রদ। মানুষের জলের চাহিদা পূরণের জন্য তথাগত একটি চ্যানেল করেন।
নদী সভ্যতার ধারক ও বাহক। যুগ যুগ ধরে নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পৃথিবীর নানা দেশের নানা সভ্যতা। নদী যখন সমুদ্রে মেশে না তখন তাকে নদ বলা হয়। চরিত্রে পুরুষ এমনই একটি নদ অসমের ব্রহ্মপুত্র। ভারতের একমাত্র পবিত্র পুরুষ নদী। হিন্দু ধর্মের বিশ্বাস ত্রিদেবের অন্যতম ব্রহ্মা ও অমোঘ এর পুত্র ব্রহ্মপুত্র। বৌদ্ধ ও জৈন ধর্মেও এই নদ পূজিত হয়। তিব্বতের পুরুং জেলার চ্যাং থাং মালভূমি থেকে উৎপত্তি ব্রহ্মপুত্রের। তিব্বতে এর নাম সাংপো। অরুণাচলে এই নদীর নাম ডিহং। ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী ব্রহ্মপুত্র। এর দৈর্ঘ্য ২৭০০ কিলোমিটার। বৌদ্ধ ধর্ম মতে ব্রহ্মপুত্র ছিল একটি হ্রদ। মানুষের জলের চাহিদা পূরণের জন্য তথাগত একটি চ্যানেল করেন। জন্ম হয় এই ব্রহ্মপুত্র। পবিত্র, ঐশ্বরিক এই নদ চিন ও ভারত ছাড়াও বাংলাদেশে প্রবাহিত হয়েছে।
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

