শুনানি চলছে, তার মাঝেই বিশেষ কোন কারণে কলকাতায় জ্ঞানেশ ভারতী?
নিরাপত্তাহীনতায় ভুগছেন চালক। গোটা বিষয়টি কমিশনের কাছে রিপোর্ট করবেন বলে জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। তাঁর বক্তব্য, ‘কমিশন নির্দিষ্ট একটা দায়িত্ব দিয়েছে। কাজ করতে এসেছি। কার করেই ছাড়ব।’ গোটা বিষয়টি তিনি রিপোর্ট আকারে কমিশনের কাছে জানাবেন বলে জানান মুরুগান।
কলকাতা: SIR শুনানির মধ্যে কলকাতায় আসছেন দিল্লির ‘দূত’। বাংলায় চলছে SIR শুনানি, আসছেন জ্ঞানেশ ভারতী। আগামিকাল কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার। শুনানির সঙ্গে এবার নজর বহুতল আবাসনেও। এদিকে, এসআইআর-এর শুনানি চলাকালীন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলা হল মগরাহাটে। বিশেষ পর্যবেক্ষকের গাড়ি ভাঙচুরের অভিযোগ। গাড়ির দরজা খুলে চালককে টেনে বার করার চেষ্টা। নিরাপত্তাহীনতায় ভুগছেন চালক। গোটা বিষয়টি কমিশনের কাছে রিপোর্ট করবেন বলে জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। তাঁর বক্তব্য, ‘কমিশন নির্দিষ্ট একটা দায়িত্ব দিয়েছে। কাজ করতে এসেছি। কার করেই ছাড়ব।’ গোটা বিষয়টি তিনি রিপোর্ট আকারে কমিশনের কাছে জানাবেন বলে জানান মুরুগান।

