মোদীর মুখে শুনেছিলেন, এই সেই হ্যান্টা কালী… কোথায় আছে জানেন?
‘জয় মা মনষ্কামনা, জয় মা হ্যান্টা কালী’, গত শনিবার বঙ্গ সফরে এই দুটি নাম বলেই বক্তব্য শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তোলেন, আদৌ হ্যান্টা কালী নামে কেউ আছেন? নাকি উচ্চারনে ভুল করে ফেললেন প্রধানমন্ত্রী?
‘জয় মা মনষ্কামনা, জয় মা হ্যান্টা কালী’, গত শনিবার বঙ্গ সফরে এই দুটি নাম বলেই বক্তব্য শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তোলেন, আদৌ হ্যান্টা কালী নামে কেউ আছেন? নাকি উচ্চারনে ভুল করে ফেললেন প্রধানমন্ত্রী?
মালদহে খোঁজ নিয়ে জানা গেল, কয়েক’শ বছর আগের এক মন্দিরে প্রতিষ্ঠিত কালীর নামই হ্যান্টা কালী। রয়েছে মা মনষ্কামনার মন্দিরও। দুটি মন্দিরই ৩০০ থেকে ৩৫০ বছরেরও বেশি পুরনো।
হ্যান্টা কালী মন্দির এতটাই প্রাচীন যে তার শুরুর সময়কালও অনেকের জানা নেই। দেশ যে বছর স্বাধীন হয়, সেই ১৯৪৭ সালে নতুন করে মন্দির প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়।