Babar Azam News: কিং বাবরের গ্যারাজে কারা?
ভারত পাকিস্তান ক্রিকেট দ্বৈরথে পাকিস্তানের কাণ্ডারি বাবর আজম। তিনি মাঠে নামলে গ্যালারিতে প্রত্যাশার পারদ তুঙ্গে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভক্তরা ডাকেন কিং আজম বলে। পেশোয়ারের ক্রিকেটার ২৮ বছরের বাবর।
ভারত পাকিস্তান ক্রিকেট দ্বৈরথে পাকিস্তানের কাণ্ডারি বাবর আজম। তিনি মাঠে নামলে গ্যালারিতে প্রত্যাশার পারদ তুঙ্গে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভক্তরা ডাকেন কিং আজম বলে। পেশোয়ারের ক্রিকেটার ২৮ বছরের বাবর। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে এক সাক্ষাতকারে বাবর জানান তাঁর গাড়ি প্রীতির কথা। বাবর আজমের প্রিয় গাড়ি অডি। অডি A5 রয়েছে বাবর আজমের কালেকশনে। গাড়িটির দাম ৫৫.৪৪ লক্ষ টাকা। ১৮৮ থেকে ৩৪৯ হর্স পাওয়ারের ২ ও ৩ লিটারের ইঞ্জিন। মাইলেজ ১৯.৫ কিমি/ঘণ্টা। বাবরের গ্যারাজে আছে কালো হুন্ডাই সোনাটা। ২০২ হর্স পাওয়ারের ২ লিটারের ইঞ্জিন আছে এই গাড়িতে। আছে সুরক্ষার একাধিক ব্যবস্থা। সাইড ইমপ্যাক্ট বিমস, অ্যান্টি লক ব্রেকিং, ক্র্যাশ সেন্সর, সিট বেল্ট ওয়ার্নিং ও রিয়ার ক্যামেরা। দাম ২০ লক্ষ টাকা। বাবর আজমের আছে বেইক বিজে ৪০ প্লাস। তাপমাত্রা নিয়ন্ত্রণ, টার্বোচার্জ ইঞ্জিন, অফ রোড ইনফরমেশন সিস্টেম, মিলিটারি স্ট্যান্ডার্ড সুরক্ষা আছে এই গাড়িতে। ২৫০ হর্স পাওয়ার উৎপন্ন করে এই গাড়ি। এর দাম ১.১৬ লক্ষ টাকা। বাবর আজমের গ্যারাজে আছে BMW RR 310 ও Yamaha R1 বাইক।
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

