ICC Cricket World Cup 2023: এই বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান হবেন কে?

ICC Cricket World Cup 2023: এই বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান হবেন কে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 21, 2023 | 3:50 PM

বিশ্বকাপে ৪৫টি ম্যাচে ৬টি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরি সচিন তেন্ডুলকরের। শচীনের বিশ্বকাপে মোট রান ২২৭৮। গত বিশ্বকাপে রোহিত শর্মার ৫টি শতরান ও ১টি অর্ধশতরান ছিল। ২০১৯ বিশ্বকাপে রোহিতের মোট রান ৬৪৮। ওই বিশ্বকাপের ডেভিড ওয়ার্নার করেন ৬৪৭ রান। এবারের বিশ্বকাপে কে হবেন সেরা ব্যাটার?

বিশ্বকাপে ৪৫টি ম্যাচে ৬টি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরি সচিন তেন্ডুলকরের। শচীনের বিশ্বকাপে মোট রান ২২৭৮। গত বিশ্বকাপে রোহিত শর্মার ৫টি শতরান ও ১টি অর্ধশতরান ছিল। ২০১৯ বিশ্বকাপে রোহিতের মোট রান ৬৪৮। ওই বিশ্বকাপের ডেভিড ওয়ার্নার করেন ৬৪৭ রান। এবারের বিশ্বকাপে কে হবেন সেরা ব্যাটার? প্রাক্তন ক্রিকেটাররা জানিয়েছেন তাঁদের পছন্দ ও সেরা ব্যাটার হবার সম্ভাব্য ক্রিকেটারের নাম।

ইংল্যান্ডের ডমিনিক কর্ক বলছেন রোহিত শর্মার কথা। শুভমন গিল পাবেন সর্বাধিক রান বলছেন একাধিক ক্রিকেট তারকা। শেন ওয়াটসন, ওয়াকার ইউনিস, মিতালী রাজ ও পীযূষ চাওলার বাজি শুভমন গিল। এই মরসুমের ১০টি ইনিংসে এখনও পর্যন্ত শুভমন করেছেন ১২০০ রান। এতে আছে ৫টি সেঞ্চুরি ও ৫ টি হাফ সেঞ্চুরি। ডেইল স্টেইনের মতে পাক অধিনায়ক বাবর আজম পাবেন সর্বাধিক রান। গৌতম গম্ভীর বলছেন ২০২৩ বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক হবেন ইংল্যান্ডের জস বাটলার। ফাফ ডু’প্লেসি ও ইরফান পাঠান তাদের বাজি ধরছেন বিরাট কোহলির ওপরে।