Why Car Tyres are Black: সব গাড়ির চাকাই কালো হয় কেন?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Supriyo Ghosh

Updated on: May 21, 2023 | 3:19 PM

গাড়ির রঙ অনেক রকমের হয়। কখনও গাড়ির রঙ লাল, কখনও আবার নীল। কিন্তু গাড়ির চাকার রঙ কেন কালো হয়? কেন চাকার রঙের পরিবর্তন হয় না? আগে একটা সময় গাড়ির চাকা সাদা রঙের হত।

গাড়ির রঙ অনেক রকমের হয়। কখনও গাড়ির রঙ লাল, কখনও আবার নীল। কিন্তু গাড়ির চাকার রঙ কেন কালো হয়? কেন চাকার রঙের পরিবর্তন হয় না? আগে একটা সময় গাড়ির চাকা সাদা রঙের হত। আজ থেকে প্রায় ১২৫ বছর আগে চাকাতে সাদা রঙ করা হত। এই সাদা রঙ করার জন্য সাদা রবার ব্যবহার করা হত। কিন্তু এখনকার চাকা গুলো কালো রঙের হয়। এই চাকা গুলো অনেক বেশিদিন টেকসই। চাকা গুলো কালো রঙ হয় কারণ কার্বনের ব্যবহারের জন্য । এই চাকা গুলো অনেক বেশি ওজন নিতে সক্ষম। এই টায়ার গুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। গাড়ি জোরে চললে অনেক তাপ উৎপন্ন হয়। এই চাকা তাপ বহন করতে সক্ষম। এই চাকা অনেক বেশি শক্ত হয়। গাড়ি বেশি গতিতে চললেও টায়ারের কোন ক্ষতি হয় না।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla