Bollywood Gossip: শাহরুখের পার্টি  থেকে বেরিয়ে  গেলেন কেন  ইমরান

Bollywood Gossip: শাহরুখের পার্টি থেকে বেরিয়ে গেলেন কেন ইমরান

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Dec 05, 2023 | 1:25 PM

রাত ১২টার আগেই পার্টি থেকে বেরিয়ে যান অভিনেতা ইমরান হাশমি। সেই পার্টিতে কী এমন হল? কেন তড়িঘড়ি বেরিয়ে গেলেন ইমরান হাশমি? তবে কি কিং খানের সঙ্গে ইমরান হাসমির কোনও মন কষাকষি?

একে এসআরকের জন্মদিন তার ওপর জওয়ানের সাফল্য। দুই মিলিয়ে ২ নভেম্বর মন্নতে বসেছিল বিরাট চাঁদের হাট। রাত ১২টার আগেই পার্টি থেকে বেরিয়ে যান অভিনেতা ইমরান হাশমি। সেই পার্টিতে কী এমন হল? কেন তড়িঘড়ি বেরিয়ে গেলেন ইমরান হাশমি? তবে কি কিং খানের সঙ্গে ইমরান হাসমির কোনও মন কষাকষি?
না তেমন কিছুই নয়। আসলে ভোর ভোর ঘুম থেকে ওঠেন ইমরান। রোজ সকাল ৬.৩০ থেকে ৭টার মধ্যে ঘুম ভাঙে ইমরানের। কিং খানের পার্টিতে মদের ফোয়ারা চলে। ইমরান মদ্যপানও করেন না। তাই শাহরুখ খানের বাড়ি থেকে তড়িঘড়ি বেরিয়ে যান ইমরান। ‘টাইগার থ্রি’ ছবিতে খলনায়ক চরিত্রে ইমরান হাশমি। ওই ছবিতেই কেমিও চরিত্রে ছিলেন শাহরুখ খান।