AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aishwarya Rai Bachchan: মেয়েকে নিয়েই সফরে, কেন আরাধ্যাকে কাছছাড়া করেন না ঐশ্বর্য?

Aishwarya Rai Bachchan: মেয়েকে নিয়েই সফরে, কেন আরাধ্যাকে কাছছাড়া করেন না ঐশ্বর্য?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 29, 2024 | 12:20 AM

ঐশ্বর্যার সব সময়ের সফরসঙ্গী আরাধ্যা। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকেও মেয়েকে নিয়ে গিয়েছিলেন ঐশ্বর্যা। এই দেখেই নেটাগরিকের একাংশের প্রশ্ন, কেন সব জায়গায় মেয়েকে নিয়ে যান অভিনেত্রী? এই একই প্রশ্ন সম্প্রতি এক অনুষ্ঠানের লাল গালিচায় ঐশ্বর্যার দিকে ছুড়ে দেন ছবিশিকারিরা। উত্তরে ঐশ্বর্যা তাঁর মেয়ের হাত ধরে বলেন, “ও আমার মেয়ে। ও সব জায়গায় আমার সঙ্গে যাবে।”

কেন মেয়েকে সঙ্গে নিয়ে?
ঐশ্বর্যার সব সময়ের সফরসঙ্গী আরাধ্যা। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকেও মেয়েকে নিয়ে গিয়েছিলেন ঐশ্বর্যা। এই দেখেই নেটাগরিকের একাংশের প্রশ্ন, কেন সব জায়গায় মেয়েকে নিয়ে যান অভিনেত্রী? এই একই প্রশ্ন সম্প্রতি এক অনুষ্ঠানের লাল গালিচায় ঐশ্বর্যার দিকে ছুড়ে দেন ছবিশিকারিরা। উত্তরে ঐশ্বর্যা তাঁর মেয়ের হাত ধরে বলেন, “ও আমার মেয়ে। ও সব জায়গায় আমার সঙ্গে যাবে।”

 

কুসংস্কারাচ্ছন্ন সোনাক্ষী!
সাত বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন সোনাক্ষী সিন্‌হা এবং জ়াহির ইকবাল। কিন্তু, কোনও দিন তাঁদের একত্রে দেখা যায়নি। সমাজমাধ্যমেও নিজেদের সম্পর্ক প্রকাশের চেষ্টা করেননি যুগল। কেন? সোনাক্ষী বলেন, “খারাপ নজরের ভয় পেতাম।” অর্থাৎ, সমাজকে বা পরিবারকে নয়, অভিনেত্রী ভয় পেতেন কোনও কুনজরের প্রভাবে তাঁর সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার!

 

গোপন অ্যাকাউন্ট ফাঁস!
তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। কখনও ছবির জন্য, কখনও আবার প্রেমিকাদের তালিকার জন্য খবরের শিরোনামে উঠে আসেন রণবীর কপূর। কিন্তু নিজেকে প্রচারের আলো থেকে খানিক সরিয়ে রাখতেই পছন্দ করেন তিনি। তাই সমাজমাধ্যমে তাঁর নেই কোনও অ্যাকাউন্ট! কিন্তু শোনা যায়, অন্য অভিনেতাদের জীবন কেমন চলছে, তার উপর গোপনে নজরদারি করেন রণবীর। অভিনেতার নাকি বেনামে এক গোপন অ্যাকাউন্ট রয়েছে।

 

ম্যাকগোনাগল প্রয়াত!
‘হ্যারি পটার’-এর অনুরাগীদের জন্য দুঃসংবাদ। প্রয়াত হলেন ‘হ্যারি পটার’-এর প্রফেসর ‘মিনার্ভা ম্যাকগোনাগল’ তথা ডেম ম্যাগি স্মিথ। শুক্রবার লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। ম্যাগির পুত্র ক্রিস লারকিন ও টবি স্টিফেনস অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন।

মঞ্চে বীরেন্দ্রকৃষ্ণের ভূমিকায় নারায়ণ
সাধারণত রাজনৈতিক মঞ্চে বা জনসভায় তাঁকে দেখতে অভ্যস্ত মানুষ। তবে এ বার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে দেখা যাবে নাট্যমঞ্চে। মহালয়ার প্রেক্ষাপটে ‘অশোকনগর প্রতিবিম্ব’ দলের নতুন নাটক ‘নমস্তস্যৈ’। নাটকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে অভিনয় করছেন নারায়ণ।

 

বিক্রি হচ্ছে না ‘বসুশ্রী’
বিক্রি হচ্ছে না ঐতিহ্যশালী সিনেমা হল বসুশ্রী। শুক্রবার ‘বসু্শ্রী’র তরফে যে বিবৃতি জারি করা হয়েছে সেখানে লেখা হয়েছে, ‘‘গত কয়েক দিন বসুশ্রী সিনেমা হস্তান্তরের যে গুঞ্জন ছড়িয়েছে, তা দেখে আমরা জানাচ্ছি, কর্তৃপক্ষ সিনেমাহল বিক্রির জন্য কোনও সিদ্ধান্ত নেননি।’’ একই সঙ্গে ওই বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ এই প্রেক্ষাগৃহ সম্পর্কিত কোনও খবরের সত্যতা প্রসঙ্গে যে কোনও রকম আলোচনাতেও প্রস্তুত।

 

 

মুক্তি পাবে না পাকিস্তানের ছবি
২ অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানের ছবি ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’। ২০১৬-য় উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনার পর থেকে পাকিস্তানের শিল্পীদের উপর ভারতে জারি হয় নিষেধাজ্ঞা। অবশেষে সেই জট কাটতে চলেছিল এ দেশে ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’-এর মুক্তির মাধ্যমে। কিন্তু শেষ পর্যন্ত সেই ছবি মুক্তি পাচ্ছে না।

 

বিয়ের পিঁড়িতে রূপসা
কলকাতাবাসী যখন দুর্গা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই নিজের বিয়ে নয়ে ব্যস্ত এই বাঙালি অভিনেত্রী। এই অক্টোবরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন রূপসা চট্টোপাধ্যায়। তিনি গলায় মালা দিচ্ছেন সায়নদীপ সরকারের। মহালয়ার পরদিন ৩ অক্টোবরে হবে শুভকাজ। আপাতত সোশ্যালে প্রি ওয়েডিংয়ের ছবি শেয়ার করে চলেছেন হবু দম্পতি।

 

রাজের নামে মিথ্যে কথা!
এক দিন আগেই ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার হন বাংলাদেশি নীল ছবির তারকা রিয়া বারদে ওরফে আরোহি বারদে। এর আগে শোনা গিয়েছিল অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ও পর্ণকাণ্ডে অতীতে গ্রেফতার হওয়া রাজ কুন্দ্রার সঙ্গে নাকি গভীর যোগ রয়েছে তাঁর। সত্যিই কি তাই? এই বাংলাদেশিকে চিনতেন রাজ কুন্দ্রা?রাজের দাবি যা অভিযোগ উঠেছে তা মিথ্যে।