Vicky Kaushal & Katrina Kaif: কেন একসঙ্গে নেই ভিকি ক্যাটরিনা?

Vicky Kaushal & Katrina Kaif: কেন একসঙ্গে নেই ভিকি ক্যাটরিনা?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 30, 2023 | 6:18 PM

বিয়ের পরেও একসঙ্গে ছবি করতে দেখা গেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। বিয়ের পরেও একসঙ্গে স্ক্রীন শেয়ার করেছেন রনবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কিন্তু ভিকি কৌশল ও তাঁর স্ত্রী ক্যাটরিনা কাইফ কেন রিল লাইফে একসঙ্গে নেই? এ নিয়ে তাঁদের ভক্তদের প্রবল কৌতুহল।

বিয়ের পরেও একসঙ্গে ছবি করতে দেখা গেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। বিয়ের পরেও একসঙ্গে স্ক্রীন শেয়ার করেছেন রনবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কিন্তু ভিকি কৌশল ও তাঁর স্ত্রী ক্যাটরিনা কাইফ কেন রিল লাইফে একসঙ্গে নেই? এ নিয়ে তাঁদের ভক্তদের প্রবল কৌতুহল। এ কথা জানেন ‘ভিক্যাট’ জুটি। আর শুধুমাত্র সেই কারণেই দুজন একই ছবিতে সাইন করেন না।

ভিকি বলছেন তাঁরা ছবি সই করেন চিত্রনাট্য দেখে। শুধুমাত্র স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করবেন বলে নয়। যশরাজ ফিল্মসের পরবর্তী ছবি ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’। সেই ছবিতে নায়ক হিসাবে অভিনয় করবেন ভিকি কৌশল। সেই ছবিতে ভজন কুমার, ভিকিকে দেখে আনন্দ পান ক্যাটরিনা। ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র প্রোমোশনে হাজির ভিকি কৌশল। সেখানেই নিজের পরিবার সম্পর্কে প্রশ্নের উত্তর দিলেন ভিকি কৌশল।