পর্যবেক্ষক দলে থাকা IAS মুরুগানকে নিয়ে বাড়ছে জল্পনা, কেন তাঁকে বাছল কমিশন?
বাংলায় এসআইআর প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে পর্যবেক্ষক দল পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর সেই পর্যবেক্ষক দলে আইএএস সি মুরুগানের থাকা নিয়ে বাড়ছে জল্পনা। কিন্তু, হঠাৎ আইএএস মুরুগানকে নিয়ে জল্পনা বাড়ার কারণ কী? তাঁকে পর্যবেক্ষক দলে রাখার কারণ কী হতে পারে? সি মুরুগান ২০০৭ ব্যাচের বাংলা ক্যাডারের আইএএস অফিসার। সূত্রের খবর, এই সি মুরুগানের সঙ্গে নবান্নের একটা দূরত্ব রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সংঘাতও তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। একসময় রাজ্যে পরিবহণ দফতরের দায়িত্ব সামলেছেন। সেইসময় বেলতলায় পরিবহণ দফতরের অফিসে দালালরাজ বন্ধ করতে তিনি সক্রিয় হয়েছিলেন। তারপরই নবান্নের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। এখন সেই আইএএস অফিসারকেই বাংলায় পর্যবেক্ষক দলের সদস্য করার কারণ নিয়ে বাড়ছে জল্পনা।
বাংলায় এসআইআর প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে পর্যবেক্ষক দল পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর সেই পর্যবেক্ষক দলে আইএএস সি মুরুগানের থাকা নিয়ে বাড়ছে জল্পনা। কিন্তু, হঠাৎ আইএএস মুরুগানকে নিয়ে জল্পনা বাড়ার কারণ কী? তাঁকে পর্যবেক্ষক দলে রাখার কারণ কী হতে পারে? সি মুরুগান ২০০৭ ব্যাচের বাংলা ক্যাডারের আইএএস অফিসার। সূত্রের খবর, এই সি মুরুগানের সঙ্গে নবান্নের একটা দূরত্ব রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সংঘাতও তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। একসময় রাজ্যে পরিবহণ দফতরের দায়িত্ব সামলেছেন। সেইসময় বেলতলায় পরিবহণ দফতরের অফিসে দালালরাজ বন্ধ করতে তিনি সক্রিয় হয়েছিলেন। তারপরই নবান্নের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। এখন সেই আইএএস অফিসারকেই বাংলায় পর্যবেক্ষক দলের সদস্য করার কারণ নিয়ে বাড়ছে জল্পনা।
