AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Wine: কেন বিশ্বসেরা ভারতীয় মদের চাহিদা কম?

Indian Wine: কেন বিশ্বসেরা ভারতীয় মদের চাহিদা কম?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 26, 2023 | 6:54 PM

Share

সিঙ্গেল মল্ট ইন্ডিয়ান হুইস্কি ইন্দ্রি দুনিয়ার সেরা হুইস্কির খেতাব পায়। এই হুইস্কির রফতানি খুব একটা ভাল হয়নি। ২০১৪ এ ভারতীয় হুইস্কির রফতানি হয় ১১২.৪ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৩ এ ভারতীয় হুইস্কির রফতানি হয় ১২৪ মিলিয়ন মার্কিন ডলার।

সিঙ্গেল মল্ট ইন্ডিয়ান হুইস্কি ইন্দ্রি দুনিয়ার সেরা হুইস্কির খেতাব পায়। এই হুইস্কির রফতানি খুব একটা ভাল হয়নি। ২০১৪ এ ভারতীয় হুইস্কির রফতানি হয় ১১২.৪ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৩ এ ভারতীয় হুইস্কির রফতানি হয় ১২৪ মিলিয়ন মার্কিন ডলার। এবছরের রফতানি অতিমারি সময়ের থেকেও কম। অতিমারিতে ১২৭.৮ মিলিয়ন মার্কিন ডলারের হুইস্কি রফতানি হয়।

ভারতে ২০১৪এ ১০৮.৭ মিলিয়ন ডলারের হুইস্কি আমদানি হয়। ২০২৩ এ ৩৯৬.৩ মিলিয়ন ডলারের হুইস্কি আমদানি হয়। মদের বাজারের ৪০% ছিল এই হুইস্কি। অন্য হুইস্কি ছিল ২৯%। স্কচের বাজার ছিল ২০%। মিশ্রিত হুইস্কির সর্বোচ্চ দাম প্রতি ৭৫০ মিলিতে ৭৫০ থেকে ১,৭০০ টাকা। আমদানি করা হুইস্কির দাম ১,৪০০ থেকে ৩,০০০ টাকা। মল্ট ও ভারতীয় স্কচের দাম ৩,৬৩০ থেকে ৪,৫০০ টাকা। ইউকে ও ইউরোপিয়ান ইউনিয়নে মদ রফতানি বেশ শক্ত। কিছু কিছু রাজ্য অ্যালকোহল শুল্ক উচ্চ।