Royal Bengal Tiger: কেন দক্ষিণরায় ঢুকে পড়ছে লোকালয়ে?
বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল আর সুন্দরবন। এই ঘটনা রোজনামচা। বাঘের থাবায় মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন মানুষ। কাজের খোঁজে গিয়ে, লোকালয় থেকে বাঘ মানুষ, গবাদি পশু তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু কেন প্রায়শই ঘটছে এই ঘটনা?
বনবিবির থান বাংলার দক্ষিণে। জল জঙ্গলে ঘেরা সুন্দরবনে। সুন্দরবনের মানুষ বনবিবির সঙ্গে পুজো করেন দক্ষিণরায়ের। দক্ষিণরায়। দ্য রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনে যিনি দক্ষিণরায়, জঙ্গলমহলে তিনিই বাঘুত। কার্তিক মাসে বাদনা পরবে বাঘুতের পুজো হয়। জঙ্গলমহলের মূলবাসীদের গোয়ালে হয় পুজোর আয়োজন। মাঘ মাসের প্রথম দিনে জঙ্গলমহলের পাড়াগাঁয়ে বাঘের পুজো করার রেওয়াজ বহুদিনের।
সুন্দরবন। জোয়ার ভাটায় জীবন। এই ম্যানগ্রোভের জঙ্গলে জলে কুমির, ডাঙায় বাঘ। কিন্তু তাতে কী? এখানে জীবন যুদ্ধে টিকে থাকতে পাড়ি দিতে হয় গভীর জঙ্গলে। কখনও মধুর খোঁজে আবার কখনও মীনের।এখন সুন্দরবনের বুকে বসেছে থাবা। বাঘের নয়, মানুষের। কংক্রিটের দাপটে নাভিশ্বাস সবুজের। আর জঙ্গলের রাজা! বাঘ, সে কোথায় যাবে? মানুষখেকোদের মুখোমুখি সুন্দরবনবাসী। পরিবারের কাউকে বাঘে তুলে নিয়ে গেলেও ঘরে বসে থাকার উপায় নেই। পেটের জ্বালা আবার টেনে নিয়ে যায় গরান, হেতাল, সুন্দরীর কোলে। তাই কি বাঘে মানুষে লড়াই প্রতিদিন বাঁধছে?