Madhuri Dixit-Ajay Jadeja Love Story: অজয় মাধুরীর প্রেম ভাঙল কেন?

Bollywood Gossip: ৯য়ের দশকে অভিনেত্রী মাধুরী দীক্ষিত ছিলেন হার্ট থ্রব। তাঁর প্রেমে পড়েছেন বহু দর্শক থেকে সেলেব। সঞ্জয় দত্ত, অনিল কাপুরের নাম জড়ায় মাধুরীর সঙ্গে। সেই তালিকায় ছিলেন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা।

Madhuri Dixit-Ajay Jadeja Love Story: অজয় মাধুরীর প্রেম ভাঙল কেন?
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 6:22 PM

৯য়ের দশকে অভিনেত্রী মাধুরী দীক্ষিত ছিলেন হার্ট থ্রব। তাঁর প্রেমে পড়েছেন বহু দর্শক থেকে সেলেব। সঞ্জয় দত্ত, অনিল কাপুরের নাম জড়ায় মাধুরীর সঙ্গে। সেই তালিকায় ছিলেন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। ক্রিকেটার অজয় জাডেজা সেই সময়ে মাধুরীর প্রেমে হাবুডুবু। অজয় মাধুরীর আলাপ হয় এক ফোটোশুটে। মাধুরীর প্রেমে পাগল হয়ে জাদেজা বলিউডে অভিনয় পর্যন্ত করার কথা ভাবেন।

মাধুরী দীক্ষিত অজয়ের জন্য প্রথম সারির প্রযোজকদের সঙ্গে কথাবার্তাও শুরু করেন। মাধুরীর কেরিয়ার তখন বলিউডের শীর্ষে। অজয় জাদেজা ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক। ১৯৯৯এ ভারতীয় ক্রিকেটের অভিশপ্ত ম্যাচ গড়াপেটা বিতর্কে নাম জড়ায় অজয় জাডেজার। ক্যাপ্টেন মহম্মদ আজহারউদ্দীনের সঙ্গে কাঠগড়ায় অজয় জাদেজাও। দল থেকে ৫ বছরের জন্য নির্বাসন। মাধুরী সেই সময় অজয়কে ছেড়ে চলে যান। পরে অজয় বিয়ে করেন বন্ধু অদিতি জেটলিকে। মাধুরী দীক্ষিত বিয়ে করেন চিকিৎসক শ্রীরাম নেনেকে।

Follow Us: