AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সব ঠিক ছিল, কেন উড়ল না মমতার হেলিকপ্টার?

সব ঠিক ছিল, কেন উড়ল না মমতার হেলিকপ্টার?

TV9 Bangla Digital

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Nov 25, 2025 | 10:10 PM

Share

Mamata Banerjee: হেলিকপ্টারে চেপে বনগাঁ যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সবকিছু তৈরি ছিল সেই মতো। কিন্তু শেষ মুহূর্তে বদলাতে হল প্ল্যানিং। গাড়িতে চেপে সড়কপথে যেতে হল মুখ্যমন্ত্রীকে। ঠিক কী ঘটল এদিন?

উত্তরবঙ্গ থেকে ফেরার সময় একবার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ করতে হয়েছিল একবার। আর মঙ্গলবার ঘটল আরও এক বিভ্রাট। হেলিগো সংস্থার হেলিকপ্টারে চড়েন মুখ্যমন্ত্রী মমতা। এদিন উড়লই না সেই কপ্টার। বেজায় ক্ষুব্ধ হয়েছেন মমতা। পরিবহন দফতরও এই বিষয়টায় যার পর নাই অসন্তুষ্ট।

পরিবহনমন্ত্রী জানিয়েছেন, জরিমানা করা হবে ওই সংস্থাকে। দিতে হবে মোটা টাকা। কারণ, বিকল্প কোনও কপ্টারের ব্যবস্থা করে দেয়নি সংস্থা। পাশাপাশি শোকজ করা হয়েছে সংস্থাটিকে।