প্রেস কনফারেন্সের মাঝে হঠাৎ গান গেয়ে উঠলেন শুভেন্দু

Jan 05, 2026 | 8:06 PM

সাংবাদিক বৈঠকে সোমবার শুভেন্দু অধিকারী বলেন, "তাঁর ভুল বোঝানোতেই ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ জ্বলেছিল। তিনিই ভুল বুঝিয়ে তৎকালীন সময়ে মুসলমানরা রাস্তায় নেমেছিলেন। ২০২০ সালে করনোর জন্য CAA কার্যকর হল না। একুশের ভোটে মুসলিম জনগোষ্ঠীকে NRC ভয় দেখিয়ে ভোট নিজের পকেটে নিয়ে ক্ষমতায় আসে তৃণমূল।" 

সাংবাদিক বৈঠকে সোমবার শুভেন্দু অধিকারী বলেন, “তাঁর ভুল বোঝানোতেই ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ জ্বলেছিল। তিনিই ভুল বুঝিয়ে তৎকালীন সময়ে মুসলমানরা রাস্তায় নেমেছিলেন। ২০২০ সালে করনোর জন্য CAA কার্যকর হল না। একুশের ভোটে মুসলিম জনগোষ্ঠীকে NRC ভয় দেখিয়ে ভোট নিজের পকেটে নিয়ে ক্ষমতায় আসে তৃণমূল।”

শুভেন্দু আরও বলেন, ‘আপনি হিন্দুদের কুম্ভমেলাকে মৃত্যুকুম্ভ বলেছেন।’ এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় গেয়েছিলেন, এমন একটি গান মঞ্চে গেয়ে ওঠেন তিনি। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যে দেবদেবীর কাছে প্রার্থনা করেছেন, তাঁরা কথা শুনবেন না।

Published on: Jan 05, 2026 08:03 PM