Delhi Blast: ফরিদাবাদ ছাড়ার জন্য কীসের এত তাড়া ছিল উমরের?
সোমবার সকাল ৮টা বেজে ১৩ মিনিটে উমরের গাড়ি টোল প্লাজা পেরিয়ে গিয়েছিল। প্রথমে ২৬ নম্বর টোল গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন। গাড়ির গতি বেশি ছিল। এখানেই উঠছে প্রশ্ন দুই বন্ধু গ্রেফতারের পর উমরের মধ্যে তাড়া ছিল ফরিদাবাদ ছাড়ার?
সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি। মৃত্যু হয় একাধিকের। আহত অগুন্তি মানুষ। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে NIA। তদন্তকারীরা আরও কথা বলছেন। যার মধ্যে টোল প্লাজার কর্মীরা আছে। আর টোল প্লাজার কর্মীরা তদন্তকারীদের কিছু তথ্য় হাতে তুলে দিয়েছেন। সোমবার সকাল ৮টা বেজে ১৩ মিনিটে উমরের গাড়ি টোল প্লাজা পেরিয়ে গিয়েছিল। প্রথমে ২৬ নম্বর টোল গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন। গাড়ির গতি বেশি ছিল। এখানেই উঠছে প্রশ্ন দুই বন্ধু গ্রেফতারের পর উমরের মধ্যে তাড়া ছিল ফরিদাবাদ ছাড়ার?

