e Wild Life Week 2023: বন্যার জলে প্রকৃতির পাঠশালা - Bengali News | Wild Life Week 2023 Celebration | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wild Life Week 2023: বন্যার জলে প্রকৃতির পাঠশালা

Wild Life Week 2023: বন্যার জলে প্রকৃতির পাঠশালা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Oct 11, 2023 | 11:05 PM

Share

৩০শে সেপ্টেম্বর, পয়লা অক্টোবর, দোশরা অক্টোবর এবং তেশরা অক্টোবর এই চারদিন ব্যাপী সারা দিন-রাত প্রকৃতিপিপাসু কয়েকটি মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে নথিভুক্ত হল ২০০ র ও বেশি বিভিন্ন প্রজাতি। তার মধ্যে রয়েছে 50 এর বেশি পাখি, 25 টি প্রজাতির প্রজাপতি, 15 টি প্রজাতির ফড়িং, 20 টিরও বেশি মাকড়শা এবং 30 টির বেশি ছত্রাক।

বণ্যপ্রাণ সপ্তাহ ২০২৩ উপলক্ষে চার দিন ব্যাপী বিশাল মেঠো কর্মশালা ও প্রকৃতি পর্যবেক্ষণ শিবির অনুষ্ঠিত হল আমতার দঁকি প্লাবন জলাভূমি অঞ্চলে, ইকো ক্লাব, শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় ও সহজ পাঠ প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রের সদস্যদের আয়োজনে। অত্যন্ত প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এই শিবিরে অংশগ্রহণ করলেন প্রায় ৭০ জন কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, গবেষক এবং অধ্যাপকরা।
৩০শে সেপ্টেম্বর, পয়লা অক্টোবর, দোশরা অক্টোবর এবং তেশরা অক্টোবর এই চারদিন ব্যাপী সারা দিন-রাত প্রকৃতিপিপাসু কয়েকটি মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে নথিভুক্ত হল ২০০ র ও বেশি বিভিন্ন প্রজাতি। তার মধ্যে রয়েছে 50 এর বেশি পাখি, 25 টি প্রজাতির প্রজাপতি, 15 টি প্রজাতির ফড়িং, 20 টিরও বেশি মাকড়শা এবং 30 টির বেশি ছত্রাক। আলোচনা এবং হাতেকলমে চর্চা হল জলাভূমির বাস্তুতন্ত্র, তার পর্যবেক্ষণ পদ্ধতি ও গবেষণার খুঁটিনাটি বিষয় নিয়ে। এছাড়াও ছিল রোজ রাতে আকাশ দেখা এবং গ্রহ, নক্ষত্র, তারাদের নিয়ে অসংখ্য গল্প। শেষ দিন 5 টি স্থানীয় স্কুলের প্রায় 100 জন ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছিল প্রকৃতির থেকে শিক্ষা সংগ্রহের এক কর্মকান্ডের। গতে বাঁধা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে পড়াশোনার বাইরে নতুন কিছু শিখতে পেরে ছাত্রছাত্রীরা সবাই খুব খুশি।