Adrit Roy: সুখবর! ‘মিঠাই’-এর পর আবার সিরিয়ালে ফিরছেন আদৃত?
মিঠাই ধারাবাহিকের পর ছোটপর্দা থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন আদৃত রায়। তবে এবার শোনা যাচ্ছে আবারও তিনি ফিরতে চলেছেন সিরিয়ালে। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি আদৃত। তবে টেলিদুনিয়া সত্রে খবর একপ্রকার পাক্কা। এখন কেবল সুখবরের অপেক্ষা।
ছোটপর্দায় ফিরছেন আদৃত?
মিঠাই ধারাবাহিকের পর ছোটপর্দা থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন আদৃত রায়। তবে এবার শোনা যাচ্ছে আবারও তিনি ফিরতে চলেছেন সিরিয়ালে। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি আদৃত। তবে টেলিদুনিয়া সত্রে খবর একপ্রকার পাক্কা। এখন কেবল সুখবরের অপেক্ষা।
সরব দেবলীনা
স্বাস্থ্য ভবনের সামনের ধরনা মঞ্চে মা-কে নিয়ে পৌঁছেছিলেন দেবলীনা দত্ত। সারা রাত আন্দোলনকারীদের সঙ্গে বসে গলা মিলিয়েছেন। প্রতিবাদে সোচ্চার হয়েছেন। দেবলীনার কথায়, টলিপাড়ায় সন্দীপ ঘোষের মতো মানুষের অভাব নেই। সেই অপরাধীরা খুল্লমখুল্লা ঘুরে বেড়াচ্ছেন।
মেজাজ হারালেন তথাগত
অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে দেবাংশু ভট্টাচার্য যে ভাষায় আক্রমণ করেছেন, সেই ভাষার তীব্র প্রতিবাদ জানালেন অভিনেতা পরিচালক, অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। তথাগত ফেসবুকের পাতায় লেখেন, ‘কোন শতাব্দীতে বাস করছি আমরা,এরা কারা,বাক স্বাধীনতার নামে এই নির্লজ্জ কুৎসিত অপমান একজন অভিনেত্রীকে।
বিয়ে করলেন অদিতি
অদিতি রাও হায়দারি একেবারে চমকে দিলেন সকলকে। ইনস্টাগ্রাম খবর দিলেন বিয়ে করেছেন তিনি। পাত্র প্রেমিক সিদ্ধার্থ। শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। যা রীতিমতো উপভোগ করেছেন নেট-নাগরিকরা। শুভেচ্ছা বার্তায় ভরছে কমেন্ট বক্স।
অসুস্থ অঙ্কুশ
শয্যাশায়ী অভিনেতা অঙ্কুশ হাজরা। উসকো খুশকো চুল। বুকে যন্ত্রণা, গলা ব্যথা, মাথায় ব্যথা নায়কের। বিছানা থেকে মাথা তোলার ক্ষমতা নেই। এমনই একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন নায়ক। অসুস্থতার মধ্যেই তাঁর ছুটি কাটছে এমনটাই জানালেন তাঁর অনুরাগীদের। অঙ্কুশের অসুস্থতার কথা শুনে কপালে চিন্তার ভাঁজ অনুরাগীদের।
মুখ খুললেন রাফী
‘তুফান’ কেন বাংলায় ফ্লপ, তা নিয়ে এবার মুখ খুললেন পরিচালক রায়হান রাফি। রাফীর কাছে এমন প্রশ্ন যেতেই তিনি বললেন, ‘বাংলাদেশের দর্শকরা ছবিটা দেখেছেন। ইংল্যান্ডে ব্রিটিশরা আমাদের ছবি দেখছেন না। বাংলাদেশীরাই দেখছেন। কিন্তু কলকাতার দর্শকদের কাছে ‘তুফান’ নতুন কিছু নয়! তাঁদের দেশে ‘অ্যানিম্যাল’ হচ্ছে। ‘পাঠান’ হচ্ছে। ‘পুষ্পা’ হচ্ছে। ‘তুফান’ আমাদের দেশে নতুন। সব কিছু বদলে দিয়েছে। কিন্তু ভারতে নয়।’
রজতাভর অভিজ্ঞতা
টলিপাড়ার দুঁদে খলনায়ক হিসাবে অভিনেতা রজতাভ দত্তর বেশ সুনাম রয়েছে। বর্তমানে শহরের উত্তপ্ত পরিস্থিতিতে বড় পর্দার খলনায়ক জানালেন ক্যামেরার সামনে ধর্ষকের চরিত্রে অভিনয় করলে উল্টোদিকের নায়িকা বা অভিনেত্রীদের দিকে বেশি খেয়াল রাখতে হয়। যাতে তাঁদের আঘাত না লাগে। সেই সব দৃশ্যের শুটিং করলে মানসিক ভাবে বিধ্বস্ত লাগে।
অরিজিতের কনসার্ট
আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্বর তুলেছিলেন সঙ্গীতশিল্পী অরিজিত্ সিং। গান বেঁধেছেন এই ঘটনার প্রতিবাদে। এরই মাঝে বিদেশে কনসার্ট করতে গেলেন অরিজিত্। লন্ডনে গিয়ে শ্রোতাদের মন জয় করলেন বরাবরের মতো। তবে এবার সকলের জন্য রইল বোনাস। এড শিরানের সঙ্গে একই তালে মঞ্চ মাতালেন গায়ক।
রাহা-আলিয়ার সমীকরণ
আলিয়া ভাট এবং তাঁর মেয়ে রাহা কাপুরকে নিয়ে দর্শক মনে এমনিতেই কৌতূহলের শেষ নেই। মুম্বই বিমানবন্দরে মা আলিয়া আর বাবা রণবীর কাপুরের সঙ্গে ফ্রেমবন্দি খুদে রাহা। ঠাকুমা নীতু কাপুরকে দেখেই এক গাল হেসে দিল একরত্তি। রাহার আদুরে ভিডিয়ো নিমেষে ভাইরাল।