AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samsung F54: রাতেও ঝকঝকে ছবি তুলবে এই ফোন

Samsung F54: রাতেও ঝকঝকে ছবি তুলবে এই ফোন

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 06, 2023 | 3:37 PM

Share

১০৮ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা ছাড়াও এই ফোনে আছে আরও দুটি ক্যামেরা। সেই ক্যামেরা দুটি ৮ এবং ২ মেগাপিক্সেলের। এই তিনটি ক্যামেরা সহ আসছে এই ফোন। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ৩২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এতে। ৯৯৯টাকা দিয়ে স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি ফোরের প্রি বুকিং শুরু হয়েছে

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি ফোর। এই ফোনের দুরন্ত ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা খুব ভাল। নাইটোগ্রাফি বা রাত্রে ছবি তোলা এই ফোনের বিশেষত্ব। ১০৮ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা ছাড়াও এই ফোনে আছে আরও দুটি ক্যামেরা। সেই ক্যামেরা দুটি ৮ এবং ২ মেগাপিক্সেলের। এই তিনটি ক্যামেরা সহ আসছে এই ফোন। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ৩২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এতে। ৯৯৯টাকা দিয়ে স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি ফোরের প্রি বুকিং শুরু হয়েছে। প্রি বুকিং করলে ফোনটি কেনার সময়ে পাওয়া যাবে ২০০০ টাকার ছাড়। ফোনের ফ্রন্ট ক্যামেরাটি ওয়াটারড্রপ নচ ডিজাইনের। এই ফোনের ক্যামেরায় থাকবে বিশেষ AI ইঞ্জিন। এর ফলে রাতেও স্পষ্ট ঝকঝকে ছবি তোলা সম্ভব হবে। ৮ জিবির র‍্যাম ২৫৬ জিবির ইন্টারন্যাল স্টোরেজ আছে এই ফোনে। অক্টাকোর এক্সিনস ১৩৮০ চিপসেট প্রসেসর আছে এই ফোনে। 6,000mAh ব্যাটারি আছে গ্যালাক্সি এফ ফিফটি ফোরে। ২৫ ওয়াট ফাস্ট চার্জিং হবে এই ফোন। সুপার এএমওএলইডি ডিসপ্লের আকার ৬.৭ ইঞ্চি। এই ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। ঘন নীল, রুপোলী আর গহন সবুজ রঙে আঁচছে এই ফোন। ভারতের বাজারে লঞ্চ হবে ৬ জুন। দুই ধরনের স্টোরেজ একটি ৮ জিবির র‍্যাম ২৫৬ জিবির ইন্টারন্যাল স্টোরেজ। অন্যটি ৮ জিবির র‍্যাম ১২৮ জিবির ইন্টারন্যাল স্টোরেজ।