Viral Video: রান্না করতে গিয়ে নিজের মোবাইলই ভেজে ফেললেন এক মহিলা

Viral Video: রান্না করতে গিয়ে নিজের মোবাইলই ভেজে ফেললেন এক মহিলা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Mar 08, 2023 | 4:07 PM

কিন্তু ততক্ষণে যা বিপদ হওয়ার হয়েই গিয়েছে।তেলে ভেজে গিয়েছে ফোন।সেই কান্ড দেখে তার এক সহকর্মী ছুটে আসেন।একবার ভাবুন তো,রান্নার সময় কতটা সতর্কতার প্রয়োজন।নাহলে এমন পরিনতি আপনার ফোনের সঙ্গেও হতে পারে

রান্না করার সময়েও অনেকে ফোন ব্য়বহার করেন।কখনও কি ফোনটি আগুনে পড়ে গিয়েছে?একবার ভাবুন তো এমনটা হলে কেমন হবে?ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে,এক মহিলা গ্যাসে কিছু একটা রান্না করছেন।রান্না করার সময় তিনি তার পকেট থেকে ফোনটি বের করেন।হাত ফসকে সোজা গিয়ে পড়ল তেলে।সঙ্গে সঙ্গে তিনি একটি চিমটার সাহায্য়ে ফোনটি তেল থেকে তুলে আনেন।কিন্তু ততক্ষণে যা বিপদ হওয়ার হয়েই গিয়েছে।তেলে ভেজে গিয়েছে ফোন।সেই কান্ড দেখে তার এক সহকর্মী ছুটে আসেন।একবার ভাবুন তো,রান্নার সময় কতটা সতর্কতার প্রয়োজন।নাহলে এমন পরিনতি আপনার ফোনের সঙ্গেও হতে পারে।@cctv_videos নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে।এখনও পর্যন্ত ১৭ লাখের বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন ।একজন ব্যবহারকারী লিখেছেন,’আমি একমত যে,আজকের দিনে ফোন ছাড়া এক মুহূ্র্তও চলা দায় হয়ে গিয়েছে। কিন্তু তা বলে সব জায়গায় ফোন ব্য়বহার না করাই ভাল’।

Published on: Mar 08, 2023 04:07 PM