Viral Tiger Video: পোষ্য রয়্যাল বেঙ্গলের সঙ্গে কথা বলছেন মহিলা, পাল্টা উত্তর দিচ্ছে বাঘ
পোষ্য রয়্যাল বেঙ্গলকে ডেকে তার সঙ্গে কথা বলছেন মহিলা। পাল্টা ঘুম থেকে উঠে উত্তর দিচ্ছে বাঘও।
যেখানে জঙ্গলের বাঘকে দেখে শিউরে ওঠার কথা, সেখানে বাঘই নাকি শুয়ে শুয়ে হাই তুলছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন মহিলা বাঘটিকে ডাকতে এসেছে। ঠিক যেমনভাবে ছোট বাচ্চাকে ঘুম থেকে তোলে।তিনি ডাকার পরে একটুও রাগ দেখালো না বাঘটি। উল্টে শুয়ে শুয়ে এমন আওয়াড করতে লাগল, যা দেখে আপনি হেসে উঠবেন। মহিলাটিও তার এমন কাণ্ড দেখে হাসি থামাতে পারেননি। বাঘটি কিছুক্ষণের জন্য উঠে বসলেও আবার শুয়ে পড়ে। যতবারই বাঘটিকে ডাকা হচ্ছে, বাঘটি আওয়াজ করে বুঝিয়ে দিচ্ছে যে, সে তখন উঠতে চায় না। তাকে যেন আরও একটু ঘুমতে দেওয়া হয়। বাঘের এই ভিডিয়োটি @buitengebiden-নামে এক টুইটার ব্য়বহারকারী টুইটারে শেয়ার করেছেন। তারপর থেকেই ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ভিডিয়োটি ৫০ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করছেন। কেউ বলেছেন, ‘এমন অলস বাঘ আমি আগে কখনও দেখিনি’। একজন মজা করে বলেছেন, ‘আমাকে যখন কেউ ঘুম থেকে জোর করে ডাকে, তখন আমার অবস্থাও এমনই হয়’।