AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Computer Modes: কম্পিউটারের এই ৩ মোডের কাজ জানেন?

Computer Modes: কম্পিউটারের এই ৩ মোডের কাজ জানেন?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Apr 02, 2023 | 1:59 PM

Share

Computer News: ডেস্কটপ বা ল্যাপটপের পাওয়ার বোতামে ক্লিক করার পরে হাইবারনেট এবং স্লিপ মোড দেখা যায়। এই বটনগুলোর কাজ কী কী জানেন?

ডেস্কটপ বা ল্যাপটপের পাওয়ার বোতামে ক্লিক করার পরে হাইবারনেট এবং স্লিপ মোড দেখা যায়। এই বটনগুলোর কাজ কী কী জানেন? যখন দীর্ঘ সময়ের জন্য পি সি বন্ধ রাখতে চাইলে, শাটডাউন মোড ব্যবহার করুন । কাজ শেষ করার পর ৫ থেকে ৭ ঘণ্টা বা ১ দিন বা আরও দীর্ঘ সময় পিসি বন্ধ রাখতে এই মোড ব্য়বহার করুন । এই মোডটি পিসির ব্যাটারি খরচ হওয়া বন্ধ করে । কাজ থেকে ছোট বিরতি নিতে স্লিপ মোড ব্যবহার করুন । কাজের মধ্যে কিছু সময়ের জন্য় পিসির সামনে থেকে উঠতে হলে পিসিকে স্লিপ মোডে রাখুন । এই মোডের সুবিধা যে উইন্ডোগুলিতে কাজ করছিলেন, সেগুলি বন্ধ হয় না। আবার কাজ করতে বসলে সেই উইন্ডোগুলি আপনার উইন্ডোবারেই থাকবে । স্লিপ মোডের পরেই আসে এই মোডটি। এটিও অনেকটাই স্লিপ মোডের মতো কাজ করে। কয়েক ঘন্টার দীর্ঘ বিরতি নিয়ে পিসি বন্ধ করতে চাইলে এই মোডটি ব্যবহার করতে পারেন। পিসিতে দ্রুত অ্যাক্সেসের জন্য হাইবারনেট মোড ব্য়বহার করেতে পারেন। আপনি ঘন্টার পর ঘন্টা ল্যাপটপ ব্যবহার করলে এই মোডটি ব্যবহার করতে পারেন।