Top 10 Best Selling Car: ২০২৩-এ দুনিয়ার সেরা ১০ গাড়ি

Top 10 Best Selling Car: ২০২৩-এ দুনিয়ার সেরা ১০ গাড়ি

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 05, 2023 | 8:08 PM

২০২৩এর প্রথম ত্রৈমাসিকে এই গাড়ি বিক্রি হয়েছে ২৬৩,৪৮৯ টি। দ্বিতীয় স্থানে টয়োটা করোলা। এবছরের প্রথম ত্রৈমাসিকে এই গাড়ির বিক্রি হয়েছে ২৪৪,০৭৭টি। তৃতীয় স্থানে ফোর্ড এফ সিরিজ। এই গাড়ির বিক্রি হয়েছে ১৯৭,৪৭৭। চতুর্থ স্থানে আছে টয়োটা র‍্যাভ ৪ । এই গাড়ির ১,৮৬,৭৪৩টি ইউনিট বিক্রি হয়েছে ২০২৩এর প্রথম ত্রৈমাসিকে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে যথাক্রমে শেভ্রলে সিলভেরাডো ও হুন্ডাই টাসকন

বিক্রির নিরিখে বিশ্বের সেরা ১০টি গাড়ির তালিকা প্রকাশিত হল। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স ২০২৩এর প্রথম কোয়ার্টারে সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির তালিকা প্রকাশ করেছে। সবার ওপরে আছে টেসলা মডেল ওয়াই। ২০২৩এর প্রথম ত্রৈমাসিকে এই গাড়ি বিক্রি হয়েছে ২৬৩,৪৮৯ টি। দ্বিতীয় স্থানে টয়োটা করোলা। এবছরের প্রথম ত্রৈমাসিকে এই গাড়ির বিক্রি হয়েছে ২৪৪,০৭৭টি। তৃতীয় স্থানে ফোর্ড এফ সিরিজ। এই গাড়ির বিক্রি হয়েছে ১৯৭,৪৭৭। চতুর্থ স্থানে আছে টয়োটা র‍্যাভ ৪ । এই গাড়ির ১,৮৬,৭৪৩টি ইউনিট বিক্রি হয়েছে ২০২৩এর প্রথম ত্রৈমাসিকে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে যথাক্রমে শেভ্রলে সিলভেরাডো ও হুন্ডাই টাসকন। বিক্রি যথাক্রমে ১৪৪,৯২০ ও ১৪৪,৯১৫ ইউনিট। সপ্তম স্থানে আছে টয়োটা হিলাক্স। বিক্রি হয়েছে ১৪১,১৫১ ইউনিট। অষ্টম স্থানে টেসলা মডেল ৩ । বিক্রি ১৩৮,৩১০ ইউনিট। নবম স্থানে টয়োটা ক্যামরি। বিক্রি হয়েছে ১৩৪,৩৫৭ ইউনিট। দশটি গাড়ির তালিকায় সবার শেষে দশম স্থানে আছে হোন্ডা সিআর ভি। বিক্রি হয়েছে ১৩০,২৫৭ ইউনিট। টপ টেন গাড়ির এই তালিকায় ৪টি গাড়ি জাপানের টয়োটার। দুটি গাড়ি আছে এলন মাস্কের টেসলার। এই তালিকার মধ্যে টয়োটা করোলা, টয়োটা হিলাক্স,হুন্ডাই টাসকন ও হোন্ডা সিআর ভি ভারতে বিক্রি হয়েছে। টেসলা ছাড়া বাকি সংস্থাগুলির বড় বাজার ভারত।