World's Smallest Country: বিশ্বের সবচেয়ে ছোট দেশ!

World’s Smallest Country: বিশ্বের সবচেয়ে ছোট দেশ!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 29, 2023 | 2:08 PM

এই দেশের নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড। এই দেশটিকে সবাই সিল্যান্ড বলেই জানেন। আটলান্টিকে একটি কাঠামোর মধ্যে সিল্যান্ড তৈরি হয়েছে। কোনও ভূখণ্ড নেই এই দেশে। রাজধানী, হেলিপ্যাড, সংবিধান সবই আছে সেখানে। সিল্যান্ড দেশটির একটি মজার গল্প আছে

পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম জানেন? সমুদ্রের মাঝে শুধু মাত্র একটি প্ল্যাটফর্মের ওপর তৈরি হয়েছে এই দেশটি। এই দেশের নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড। এই দেশটিকে সবাই সিল্যান্ড বলেই জানেন। আটলান্টিকে একটি কাঠামোর মধ্যে সিল্যান্ড তৈরি হয়েছে।
কোনও ভূখণ্ড নেই এই দেশে। রাজধানী, হেলিপ্যাড, সংবিধান সবই আছে সেখানে। সিল্যান্ড দেশটির একটি মজার গল্প আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রয়্যাল নেভি বানিয়েছিল ২টি পিলার দিয়ে একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম বানানো হয় জার্মান নৌবাহিনীর হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য। ১৯৪৫ সালে যুদ্ধের শেষে এই কাঠামো পরিত্যক্ত অবস্থায় ছিল। মেজর রয় বেটস ছিলেন ব্রিটিশ ফৌজের অফিসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি আফ্রিকা ও ইটালিতে যুদ্ধ করেন। যুদ্ধ থামার সময় মেজর রয় রেডিও সম্প্রচারের ব্যবসা শুরু করেন। এই ব্যবসায় সরকারের কোনও অনুমতি ছিল না। তখন তিনি পরিত্যক্ত কাঠামো দখল করেন। ব্রিটিশ নৌসেনারা তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করে রেডিওয়ের সব যন্ত্রপাতি। সেই সময় মেজর রয়কে তাঁর আইনজীবী একটা বুদ্ধি দেন। নতুন দেশ তৈরির বুদ্ধি দেন আইনজীবী। ব্রিটিশ সেনা অফিসার ৫৫০ বর্গ মিটার জায়গাটিকে ঘোষণা করেন দেশ হিসেবে। এখানে মাত্র ২৭ জন মানুষ বসবাস করেন।