Kali Pujo 2023: স্বপ্নাদেশে আবির্ভাব জুকী কালীর

Kali Pujo 2023: স্বপ্নাদেশে আবির্ভাব জুকী কালীর

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 09, 2023 | 6:21 PM

স্বপ্নাদেশ পেয়েই জুকী কালী মায়ের আবির্ভাব, শতবর্ষের পথে দিঘা সমুদ্র উপকূলবর্তী জুকী কালী মা। দিঘা সমুদ্র উপকূলবর্তী জুকীর কালীমন্দির দীর্ঘদিনের পুরনো। শতবর্ষে নতুন মন্দিরে পূজিতা হতে চলেছেন জুকীর কালিমা। সমুদ্র উপকূলবর্তী রামনগর এক নম্বর ব্লকের জুকিতে মায়ের মন্দির।

স্বপ্নাদেশ পেয়েই জুকী কালী মায়ের আবির্ভাব, শতবর্ষের পথে দীঘা সমুদ্র উপকূলবর্তী জুকী কালী মা। দীঘা সমুদ্র উপকূলবর্তী জুকীর কালীমন্দির দীর্ঘদিনের পুরনো। শতবর্ষে নতুন মন্দিরে পূজিতা হতে চলেছেন জুকীর কালিমা। সমুদ্র উপকূলবর্তী রামনগর এক নম্বর ব্লকের জুকিতে মায়ের মন্দির। পানের ব্যবসায়ীরা মূলত ভাবে এই পুজোর আয়োজন করে থাকে। সারা বছর ধরে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা এই মন্দির দর্শনের জন্য আসেন।

জুকির কালিমা খুবই জাগ্রত। জুকির এই শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার মন্দিরে প্রতিদিন নিত্য পূজো হয়ে থাকে। উমেশ চন্দ্র দাস মায়ের মূর্তি দান করে। এই মন্দিরকে ঘিরে নানা অলৌকিক কাহিনী লুকিয়ে রয়েছে। মা খুব জাগ্রত প্রত্যেকের কথা শোনেন।যে মানত করেন তার মনস্কামনা পূর্ন করেন মা।দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে এখানে। বর্তমানে মায়ের নবনির্মিত মন্দিরের কাজ চলছে। কোটি টাকারও বেশি টাকা খরচ করে এই মন্দির নির্মাণের কাজ চলছে।
সব ঠিক থাকলে আগামী বছর মন্দির প্রতিষ্ঠা ও মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে।