My India My Life Goals: ভারতের ফরেস্ট ম্যান, ৪২ বছর ধরে একটানা গাছ লাগাচ্ছেন

আজাদির অমৃত মহোৎসব পালন করছি আমরা। ভারতের ১৩০ কোটি মানুষকেই গাছ লাগাতে হবে, তাড়াতাড়ি। তবেই আমরা বাঁচব। সরকার পদ্মশ্রী সম্মান দিয়েছে

My India My Life Goals: ভারতের ফরেস্ট ম্যান, ৪২ বছর ধরে একটানা গাছ লাগাচ্ছেন
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 2:16 PM

আমার নাম যাদব পায়েং। ডাকনাম মুলাই। আমিই ভারতের ফরেস্ট ম্যান। গাছ লাগানোয় আজ প্রায় ৪২ বছর হয়ে গেল, এখনও লাগিয়ে যাচ্ছি। ভোর তিনটেয় ঘুম থেকে উঠি। তারপর ভোর ৪টে-৫টা নাগাদ নৌকায় চেপে বনে যাই। আমার পরিবার ওখানেই থাকে। বিয়ে থেকে ছেলে-মেয়ের জন্ম, ওখানেই হয়েছে। আমি প্রকৃতির সঙ্গেই থাকি। প্রকৃতিই ভগবান, ভগবানই প্রকৃতি। এই কাজটাই করি। আজাদির অমৃত মহোৎসব পালন করছি আমরা। ভারতের ১৩০ কোটি মানুষকেই গাছ লাগাতে হবে, তাড়াতাড়ি। তবেই আমরা বাঁচব। সরকার পদ্মশ্রী সম্মান দিয়েছে। আমি টাকা-পয়সা চাই না। সম্মানটাই গৌরবের- যাদব পায়েং

Follow Us: