Yami Gautam In Kolkata: কলকাতায় শুটিং অভিজ্ঞতা শেয়ার করলেন ‘লস্ট’ অভিনেত্রী ইয়ামি
Yami Gautam: কলকাতায় শুটিং অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী ইয়ামি
‘এ থার্স ডে’-র পর এবার ‘লস্ট’। সত্য ও ন্যায়ের পাশে দাঁড়াতে এক সাংবাদিকের লড়াইয়ের গল্প। যেখানে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর ফ্রেমে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে। ১৬ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘লস্ট’।
Published on: Feb 14, 2023 11:01 PM

