Nusrat Jahan Yash Dasgupta News: হ্যাপির মৃত্যুতে শোকস্তব্ধ যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের পরিবার

Nusrat Jahan Yash Dasgupta News: হ্যাপির মৃত্যুতে শোকস্তব্ধ যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের পরিবার

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 05, 2023 | 12:22 AM

প্রিয় পোষ্য হ্যাপির মৃত্যুতে শোকস্তব্ধ যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের পরিবার। যশের খুব প্রিয় পোষ্য ছিল হ্যাপি। নুসরতও দিন দিন হয়ে উঠেছিলেন হ্যাপির মা।

‘পোষ্য’- হারা যশ-নুসরত
প্রিয় পোষ্য হ্যাপির মৃত্যুতে শোকস্তব্ধ যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের পরিবার। যশের খুব প্রিয় পোষ্য ছিল হ্যাপি। নুসরতও দিন দিন হয়ে উঠেছিলেন হ্যাপির মা। তাই সন্তানের প্রয়াণে শেয়ার করলেন এক শোকবার্তা, দীর্ঘ পোস্টে লিখলেন, ‘মা-বাবা তোমায় চিরকাল ভালবেসে যাবে।’

 

মিমির পাশে নুসরত

হ্যাপির মৃত্যুতে শোকে পাথর নুসরত জাহান। এই কঠিন অবস্থায় পাশে দাঁড়িয়েছেন বোনুয়া মিমি। নুসরতকে ভালবাসা জানিয়ে মিমি লিখেছেন আবার দেখা হবে তাঁদের। শুধু মিমি নয়, জুন মালিয়াও পাশে দাঁড়িয়েছেন বসিরহাটের সাংসদের। দ্রুত এই শোক কাটিয়ে উঠুন নুসরত, এমনই চাইছেন সকলে।

পোশাক নিয়ে ট্রোল্ড কোয়েল

ছোট জামা পরেন না। ক্লিভেজ দেখাতেও আপত্তি তাঁর, এ হেন কোয়েল মল্লিক এবার ট্রোল্ড হলেন মন্দিরে টি-শার্ট পরে হাজির হওয়ায় কারণে। কোয়েলের পোশাক নিয়ে একজন লেখেন, “একজন বাঙালি অথবা একজন হিন্দু হিসেবে মন্দিরে যাওয়ার সময় আমাদের শাড়ি অথবা সালোয়ার পরে যাওয়া উচিত। আমি আপনার বিচার করছি না কিন্তু এটাই আমাদের সংস্কৃতি।” চুপ থাকেননি কোয়েল। মিষ্টি কথায় মোক্ষম জবাব দিয়ে তিনি বলেন, “ভক্তি মনের ব্যাপার। পোশাকের নয়। আপনার আমি বিচার করছি না।”

 

ফ্যানেদের ধন্য়বাদ বিগ-বি-এর

বিয়ের ৫০ বছর পার অমিতাভ-জয়ার। এই বিশেষ দিনে সেলেব জুটিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ফ্যানেরা। এবার নিজের ব্লগের মাধ্যমে ধন্যবাদ জানাতে ভুললেন না বিগ-বি। এত বছর ধরে ভালবাসার জন্য সকলকে জানালেন অনেক শুভেচ্ছা।

 

তারাদের দেশে আমির

আজ, রবিবার গত হয়েছেন থিয়েটার শিল্পী আমির রাজা। তা বিশ্বাস করে উঠতে পারছেন বা থিয়েটার জগতের বিখ্য়াত পরিচালক ফিরোজ আব্বাস খান। তাঁর কথায়, ‘আমি ভেঙে পড়েছি’। মনোজ বাজপেয়ীও দুঃখ প্রকাশ করেছেন আমির রাজার মৃত্যুতে।

 

প্রকাশ্যে রাহার মুখ
ছয় মাসের বেশি পেরিয়ে গিয়েছে অপেক্ষা করতে করতে। দেখা মেলেনি কাপুর পরিবারের নতুন সদস্য রাহার। আলিয়া ভাট ও রণবীর কাপুরের সন্তানকে দেখতে মরিয়া এক পাপারাৎজি এবার গাছের আড়াল থেকেই তুলে বসলেন ছবি। মুহূর্তে ভাইরাল হল সেই ক্লিপিং। যদিও আলিয়ার ইচ্ছাকে মর্যাদা দিয়ে রাহার মুখ ঢেকেই রাখলেন তিনি।

‘বিশ’-এ শাহিদ

 

বলিউডে ২০ বছর পার করলেন অভিনেতা শাহিদ কাপুর। রবিবার তাই সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই উপচে পড়া তাঁর ভক্তদের পোস্ট। কেউ অভিনেতার গান শেয়ার করলেন, কেউ সিনেমার ক্লিপিং। এই ২০ বছরে নিজেকে কতটা ভেঙে গড়েছেন শাহিদ, সেই প্রশংসাতেই পঞ্চমুখ নেটপাড়া।

 

প্যাশনেট ডিম্পল

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। বয়স ৬৫ ছুঁয়েছে। তবে এখনও অভিনয়কেই জীবনের সবথেকে বড় আসনে বসিয়েছেন তিনি। তাঁর মতে,অভিনয়ের কাজ পেলে তিনি স্নান-খাওয়া পর্যন্ত ভুলতে রাজি।

মালদ্বীপে সানির উল্লাস

স্বামী ড্যানিয়েল এবং তিন সন্তানকে নিয়ে মালদ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী সানি লিওন। মুম্বই বিমানবন্দরে সপরিবারে ক্যামেরাবন্দি হয়েছিলেন সানি। মালদ্বীপ পৌঁছেই উল্লাস শুরু। প্রিন্টেড মনোকিনিতে সমুদ্র মাতাচ্ছেন ‘বেবি ডল’।