AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Recharge Tricks: বিনামূল্যে ২৩৯ টাকার রিচার্জ অফার কেন্দ্রের!

Fake Recharge Tricks: বিনামূল্যে ২৩৯ টাকার রিচার্জ অফার কেন্দ্রের!

আসাদ মল্লিক

|

Updated on: Apr 09, 2023 | 4:13 PM

Share

Fake Recharge Tricks: বিনামূল্যে ২৩৯ টাকার রিচার্জ অফার কেন্দ্রের!

একটি WhatsApp ফরোয়ার্ড মেসেজ ব্যাপক ভাবে ঘুরে বেড়াচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, ভারত সরকার তার নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল রিচার্জ করার সুযোগ দিচ্ছে। ভাইরাল হয়েছে কেন্দ্রীয় সরকার ভারতের সমস্ত নাগরিকদের ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে দিচ্ছে। যদিও সেই রিচার্জ প্যাক Jio, Airtel নাকি Vi-এর তা ওই হোয়াটসঅ্যাপ মেসেজে পরিষ্কার করা হয়নি। তবে মেসেজে বলা হয়েছে,রিচার্জ প্ল্যানটির বৈধতা ২৮ দিন এবং গ্রাহকদের একটি লিঙ্কে ক্লিক করতে হবে। এখানেই রয়েছে প্রতারকের আসল কারসাজি। আপনি সেই লিঙ্কে ক্লিক করলেই আপনার টাকা গায়েব হওয়ার প্রভূত সম্ভাবনা থাকতে পারে। WhatsApp-এ আসা মেসেজে বিশেষ করে ফরোয়ার্ডেড মেসেজে লিঙ্ক থাকলে তাতে কখনও ক্লিক করবেন না।PIB Fact Check তার টুইটার প্রোফাইল থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে,এই মেসেজটি আদ্যোপান্ত ভুয়ো। মেসেজের সত্যাসত্য যাচাই না করে এমনটা কখনই করা উচিত নয়। ফ্রি রিচার্জের অফার নিয়ে WhatsApp-এ যে মেসেজটি এসেছে, তা সম্পূর্ণ ভাবে ভুয়ো।

Published on: Apr 09, 2023 04:13 PM