Bankura News: রেলের ওভারহেড পিলারের বিপজ্জনক উচ্চতায় চড়ে যুবক,  হুলস্থুল বাঁকুড়ায়

Bankura News: রেলের ওভারহেড পিলারের বিপজ্জনক উচ্চতায় চড়ে যুবক, হুলস্থুল বাঁকুড়ায়

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 03, 2023 | 12:43 PM

রেলের বিপজ্জনক ওভারহেড উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারের পিলারে চড়ে বাঁকুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডে রীতিমত হুলস্থুল ফেলে দিলেন এক যুবক। প্রায় আধ ঘন্টা ধরে বহু সাধ্য সাধনার পর ওই যুবককে নামিয়ে আনতে সমর্থ হয় রেল পুলিশ ও স্থানীয়রা।

রেলের বিপজ্জনক ওভারহেড উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারের পিলারে চড়ে বাঁকুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডে রীতিমত হুলস্থুল ফেলে দিলেন এক যুবক। প্রায় আধ ঘন্টা ধরে বহু সাধ্য সাধনার পর ওই যুবককে নামিয়ে আনতে সমর্থ হয় রেল পুলিশ ও স্থানীয়রা। এর জেরে বাঁকুড়া স্টেশনের আপ লাইনের ওভারহেড তারে আধ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখতে হয়। যুবকের নাম ঠিকানা জানা যায়নি। যুবকটি মানসিক ভারসাম্যহীন প্রাথমিক তদন্তে অনুমান রেল পুলিশের।

আজ দুপুরে বাঁকুড়া স্টেশনের অদূরে বাঁকুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস সংলগ্ন রেল গেটের বাসিন্দারা দেখেন রেল গেটের অদূরে আপ লাইনের ওভারহেড বিদ্যুৎ বাহী তারের পিলারের আগায় উঠে পড়েছেন এক যুবক। পিলারের বিপজ্জনক উচ্চতায় উঠে থাকা ওই যুবক হাত নেড়ে নিজের মনে চিৎকার করে যাচ্ছেন ওই যুবক। এমন দৃশ্য চোখে পড়তেই প্রমাদ গোনেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি রেলের গেটম্যানের নজরে আসতেই দ্রুত খবর দেওয়া হয় বাঁকুড়া স্টেশন কর্তৃপক্ষকে। এরপরই আপ লাইনের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে হাজির হয় রেল পুলিশ। রেল পুলিশের সাথে স্থানীয় বাসিন্দারা যৌথ ভাবে যুবককে পিলার থেকে মাটিতে নেমে আসার অনুরোধ, উপরোধ করতে শুরু করেন। প্রায় আধ ঘন্টা ধরে সাধ্য সাধনার পর অবশেষে যুবক নিজেই মাটিতে নেমে এলে রেল পুলিশ তাঁকে আটক করে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করেও তাঁর নাম ঠিকানা উদ্ধার করতে পারেনি রেল পুলিশ। রেল পুলিশের দাবী ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারে। যুবকের কীর্তিতে আপ লাইনের ওভারহেড তার আধ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও ট্রেন চলাচলে তার কোনো প্রভাব পড়েনি বলে দাবী বাঁকুড়া স্টেশন কর্তৃপক্ষের।