Price Hike: আপনার পকেটের বোঝা আগামী দিনে আরও বাড়তে পারে!

Price Hike: আপনার পকেটের বোঝা আগামী দিনে আরও বাড়তে পারে!

Price Hike: আপনার পকেটের বোঝা আগামী দিনে আরও বাড়তে পারে!
| Updated on: Feb 26, 2023 | 4:13 PM

দেশে খুচরা বাজারে মূল্যবৃদ্ধি চরমে উঠেছে।২০২৩ সালের জানুয়ারিতে, আরবিআই-এর বেঁধে দেওয়া ৬ শতাংশ মূল্যবৃদ্ধির ‘লক্ষ্মণ রেখা’ও পার করে গিয়েছে।তবে, আপনার পকেটের বোঝা আগামী দিনে আরও বাড়তে পারে।আগামী ১ থেকে ২ মাসের মধ্যে বিভিন্ন পণ্যের দাম ৩ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।মূল্যবৃদ্ধি রেকর্ড মাত্রা ছুঁয়েছে, অন্যদিকে ডলারের বিপরীতে টাকার দামও রেকর্ড সর্বনিম্নে স্তরে নেমে এসেছে।তা সত্ত্বেও, গত ২ বছরের মধ্যে এটিই হবে সর্বনিম্ন মূল্যবৃদ্ধি।মানুষের পণ্য ব্যবহারে এর কোনও প্রভাব পড়বে না।একই সঙ্গে সরকারের প্রচেষ্টার ফলে সার্বিক মূল্যবৃদ্ধির হারও কমতে শুরু করবে।বাজারে চাহিদা বজায় রাখতে উচ্চমূল্যের বড় অংশের বোঝা নিজেরাই বহন করছে সংস্থাগুলি।এর ফলে বিশেষ করে গ্রামীণ এলাকায় সামগ্রিক চাহিদার উন্নতি হবে।ডাবর ইন্ডিয়া আগামী দিনে তাদের পণ্যের দাম বাড়াতে চলেছে।ব্রিটানিয়া তাদের কিছু পণ্যের দাম আড়াই থেকে তিন শতাংশ বাড়াতে চলেছে।গত অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে দুধের দাম বেড়েছিল দুবার।চলতি মাসের শুরুতে আরও একবার বেড়েছে দুধের দাম। সব মিলিয়ে এই পর্যন্ত ৮ থেকে ৯ শতাংশ বেড়েছে। এর ফলে মাখন, ঘি, পনির, আইসক্রিমের মতো পণ্যের দামও বেড়েছে।আগামী অক্টোবর পর্যন্ত দুধের দাম ক্রমে বাড়তেই পারে।প্রিমিয়াম আমদানিকৃত পোশাক ও সেলফ কেয়ার পণ্যগুলির দামও ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।এসি, ফ্রিজ ও মাইক্রোওয়েভের মতো ইলেকট্রনিক সামগ্রীর যন্ত্রাংশের দামও বেড়েছে।গ্রীষ্মের মরসুমে এই পন্যগুলির দামও বর্তমান সময়ের দামের থেকে অনেকটাই বাড়তে পারে।

Follow Us: