Viral Video: শিকার তুমি কার! একা কুমিরকে ছেঁকে ধরল সিংহের দল! লড়াইয়ে জিতল কে?

Latest Viral Video: ভয়ঙ্কর ভিডিয়োটি দেখে আপনিও নিশ্চয়ই ক্ষণিকের জন্য কেঁপে উঠেছেন। ভিডিয়োটি 'big.cats.india' নামের একটি পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে।

Viral Video: শিকার তুমি কার! একা কুমিরকে ছেঁকে ধরল সিংহের দল! লড়াইয়ে জিতল কে?
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 8:20 AM

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় জঙ্গলের অনেক ভিডিয়োই ভাইরাল হয়। এমন অনেক মর্মান্তিক ভিডিয়ো থাকে,যা দেখলে চোখে জল আসা ছাড়া আর কোনও উপায় থাকে না। বনের প্রাণীদের কাছে প্রতিদিন বেঁচে থাকাটাই কঠিন বিষয়। কখন যে কে শিকারে পরিণত হয়, তা বলা যায় না। শিকারী প্রাণীরা সব সময় মুখিয়ে রয়েছে। বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি কুমিরকে ভয় পাচ্ছে একদল সিংহি। একটি জেব্রার শিকার করার পরে, সেটিকে মেরে জলের ফেলে রেখেছে কুমিরটি। এমন অবস্থায় সে জলে ভাসছে। আর সেই দিকেই নজর একদল সিংহিরও। কিন্তু কুমিরের ভয়ে কিছুতেই জলে নামতে সাহস পাচ্ছে না। একবার ভাবুন তো ডাঙায় একদল সিংহি আর জলে একটি কুমির। দৃশ্যটি ঠিক কেমন হতে পারে? ভিডিয়োটি দেখতে শিউরে উঠবেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি জেব্রা মৃত অবস্থায় জলে ভাসছে। আর তার পাশে পাশেই রয়েছে একটি মস্ত বড় কুমির। কিন্তু অবাক ব্যাপার হল সেই মৃত জেব্রার দিকে নজর রেখেছে ডাঙায় থাকা একদল সিংহি। তারা চাইছে জলে নেমে যেতে। কিন্তু না ভয়ে বেশ কিছুটা পিছিয়ে যাচ্ছে। দুই একজন এগতেই কুমিরটা ডাঙায় তার মুখটা তুলে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। তাতে তারা বেশ কিছুটা দূরে সরে যায়।

এই ভয়ঙ্কর ভিডিয়োটি দেখে আপনিও নিশ্চয়ই ক্ষণিকের জন্য কেঁপে উঠেছেন। ভিডিয়োটি ‘big.cats.india’ নামের একটি পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন। যেখানে হাজার হাজার মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলছেন, “আমি এর আগে সিংহিকে এভাবে ভয় পেতে দিখিনি।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “আমি এর আগে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখিনি।”