AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ৬ মাস পর বাড়ি ফিরলেন অসুস্থ স্ত্রী, ছলছল নয়নে বৃদ্ধ স্বামীর প্রেমালাপ নেটিজেনদের চোখে জল এনে দিল

Elderly Couple True Love: বয়স্ক এক মহিলা ছয় মাস পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। আর তিনি ফিরতেই তাঁর স্বামীর প্রেমমাখা অভিব্যক্তি নেটপাড়ার লোকজনের মন জিতে নিয়েছে।

Viral Video: ৬ মাস পর বাড়ি ফিরলেন অসুস্থ স্ত্রী, ছলছল নয়নে বৃদ্ধ স্বামীর প্রেমালাপ নেটিজেনদের চোখে জল এনে দিল
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
| Edited By: | Updated on: May 09, 2022 | 7:32 PM
Share

সম্পর্ক ছাড়া এই দুনিয়ায় আর কী-ই বা আছে! আর সেই সম্পর্ক যদি প্রেমের হয়, জীবনটা মাখনের মতো সহজ হয়ে যায়। আজকের দুনিয়ায় ভালবাসার হাজার একটা সংজ্ঞা রয়েছে। কিন্তু ভালবাসা মানে তো, অবিরাম চলাবসা। ভালবাসা মানেই তো, দুরভাস নিশ্চুপে শুনে ফেলা অনুভূতির হাসি। ভালবাসার এই একগুলো দিক ধরা পড়ল একটা ভিডিয়োতে। ব্যাপক ভাইরাল (Viral Video) হয়েছে সেই ভিডিয়ো। বয়স্ক দম্পতির (Elderly Couple) আবেগঘন ভালবাসা ফুটে উঠেছে ভিডিয়োটিতে। আর তা দেখে চোখের জল আটকে রাখতে পারছেন না নেটপাড়ার লোকজন।

View this post on Instagram

A post shared by Good News Movement (@goodnews_movement)

স্ত্রী অসুস্থ ছিলেন। বয়স্ক সেই মহিলা যে সম্পূর্ণ রোগমুক্ত হয়েছেন, এমনটাও নয়। তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি। দীর্ঘ ৬ মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পরই তিনি ফিরলেন। অ্যাম্বুল্যান্স থেকে যেই তিনি নামলেন, তখন তাঁর স্বামীর চোখে দেখা গেল জল।

ভিডিয়োতে দেখা যায়, বাড়ির বাইরে স্ত্রীর অপেক্ষায় বসে আছেন এক বৃদ্ধ। সেই স্ত্রীর অপেক্ষায় বসে আছেন, গত ৬ মাস ধরে যাঁর ঠাঁই ছিল হাসপাতালে। স্ত্রীর আগমনের খবর পাওয়া মাত্রই বাড়ির বাইরে চেয়ারে বসে পড়েন এই বৃদ্ধ। হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স তাঁর বাড়ির দিকে আসতে দেখা মাত্রই আনন্দে চোখ ভিজে যায় ওই বৃদ্ধের।

বৃদ্ধের স্ত্রীকে অ্যাম্বুল্যান্স থেকে বের করে নিয়ে আসা হয়। স্ত্রীকে দেখে তিনি এতটাই খুশি হন যে, চোখ ভিজে যায় মুহূর্তে। স্ত্রীর হাত ধরে বৃদ্ধ সেখানে দাঁড়িয়ে থাকেন এবং সেখান থেকে যাওয়ার নামই নেন না। আনন্দে এতটাই উচ্ছ্বসিত হয়ে যান যে, স্ত্রীর হাতে চুম্বন করতে থাকেন ঘনঘন। আবেগঘন এই ভিডিয়ো আপনার চোখেও জল এনে দিতে পারে।

অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। তবে সবথেকে বেশি ভিউ এবং লাইক পড়েছে ইনস্টাগ্রামে গুডনিউজ়_মুভমেন্ট নামক একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োটিতে। এক দিনে ১০ লাখেরও বেশি ছাপিয়ে গিয়েছে। ভিডিয়োটা লাইক করেছেন প্রায় ৭০ হাজারের কাছাকাছি মানুষ। ইউজারদের মন্তব্যে পরিষ্কার হয়ে গিয়েছে, তাঁরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন।