Viral Video: অভুক্ত চিতার গ্রাস থেকে প্রথমবার রক্ষা পেল হরিণ, কিন্তু তারপর যা হল…
Leopard Viral Video: আপনার একবার হলেও মনে হবে যে, হরিণটি বোধয় পালাতে সক্ষম হবে। কিন্তু পরের মুহূর্তেই চিতাবাঘটি এমনভাবে আক্রমন করবে যা দেখে আপনি শিউরে উঠবেন।
Latest Viral Video: জঙ্গলের প্রাণীদের কাছে এক একটি মুহূর্ত বেঁচে থাকাই চ্যালেঞ্জের সমান। জঙ্গলের প্রাণীদের মধ্যে খাদ্য শৃঙ্খল এমন যে, তাদের জীবন সর্বদা ঝুঁকির মধ্যে থাকে। জঙ্গলে থাকা চিতাবাঘের বিশেষত্ব হল, এটি যেকোনও বড় শিকারকে খুব সহজেই মেরে ফেলে। শুধু তাই নয়, নিজের থেকে তিন-চার গুণ বড় শিকারকেও মেরে ফেলতে পারে। চিতাবাঘ (Leopard) শিকারে পারদর্শী। যেকোনও শিকারকে আর নিজের কৌশলে খুব সহজেই শিকার করে নিতে পারে। আর একটি সামান্য় হরিণকে শিকার করা কোনও ব্য়াপার নয়। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে যেখানে একটি চিতাবাঘ তার নিজস্ব কৌশলে একটি হরিণকে (Deer) চোখের পলকে মেরে ফেলল। তবে হরিণটিও যে বাঁচার চেষ্টা করেনি তা একেবারেই নয়। আপনার মনে হতে পারে এমন চিতাবাঘ শিকার করা আপনি আগেও দেখেছেন। তাহলে এতে বিশেষত্ব কী? আপনার একবার হলেও মনে হবে যে, হরিণটি বোধয় পালাতে সক্ষম হবে। কিন্তু পরের মুহূর্তেই চিতাবাঘটি এমনভাবে আক্রমন করবে যা দেখে আপনি শিউরে উঠবেন।
Agility is a desirable survival-linked trait in the wild (….and in life) !! VC: In the video pic.twitter.com/F3Ge11Duqp
— Saket Badola IFS (@Saket_Badola) February 10, 2023
ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ জঙ্গলের একটি ফাঁকা জায়গায় বেরিয়ে এসেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে, সে জানে তার শিকার সেখানেই আছে। কিন্তু অদ্ভুত ব্য়াপার হল হরিণটি একটুও বুঝতে পারেনি চিতাবাঘটি সেখানে দাঁড়িয়ে আছে। আর তার দিকেও ছুটে আসে হরিণটি। ব্য়াস আর কী! শিকারীর কাজ আরও সহজ হয়ে যায়। হরিণটি চিতাবাঘটির মাথার উপর থেকে দৌড়ে পালানোর চেষ্টা করতেই আপনার মনে হবে হরিণটি বোধয় এ যাত্রায় প্রাণে বাঁচল। কিন্তু তার পরেই আপনি দেখবেন চিতাবাঘটি ঘুরে গিয়ে চোখের পলকে হরিণটিকে ধরে ফেলে কামড় বসায়। আর নিমেষে মেরে ফেলে। এই নৃশংস ভিডিয়েটি দেখলে আপনি চমকে উঠবেন।
সাকেত বাদোলা নামে একজন টুইটার ব্য়বহারকারী টুইটারে ভিডিয়ো শেয়ার করেছেন। আর তারপর থেকেই অধিকাংশ নেটিজেনের নজর কেড়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 3 হাজারেরও বেশি কমেন্ট করেছে। আর 77 হাজারেরও বেশি ভিউ হয়েছে। অনেকে কমেন্টএ করেছেন। কেউ লিখেছেন, “জঙ্গলের প্রাণীদের এটিই ধর্ম।”