AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: দুই পাহাড়ের মাঝে ২৬৪ ফুট উঁচুতে দড়ির উপর হাঁটছেন যুবক! ভিডিয়ো দেখলে আঁতকে উঠবেন

মাটি থেকে ২৬৪ ফুট উঁচুতে মাঝ আকাশে দুই পাহাড়ের মাঝে বাঁধা দড়ি। সেই টাইটরোপের উপর কোনও নিরাপত্তা ছাড়াই হাঁটছেন ফরাসি স্ল্যাকলাইনার নাথান পাওলিন।

Viral Video: দুই পাহাড়ের মাঝে ২৬৪ ফুট উঁচুতে দড়ির উপর হাঁটছেন যুবক! ভিডিয়ো দেখলে আঁতকে উঠবেন
২৬৪ ফুট উঁচুতে মাঝ দুই পাহাড়ের মাঝে ৫০০ মিটার দড়ির উপর হেঁটেছেন ফ্রান্সের এই ব্যক্তি।
| Edited By: | Updated on: Dec 09, 2021 | 3:23 PM
Share

জীবনের বাজি রেখে স্টান্ট দেখানো অনেকেরই নেশা। রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারে ভরপুর তাঁদের জীবনে। ‘একটা জীবন, তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে’… এই মন্ত্রেই বিশ্বাসী তাঁরা। এই দলের অন্যতম নাম নাথান পাওলিন। এর আগেও সোশ্যাল মিডিয়ায় নাথানের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেইসব ভিডিয়ো দেখতে বসে দর্শকদের রীতিমতো আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়। কেউ উত্তেজনায় দাঁতে নখ কাটেন। কেউ বা কী হয় কী হয় এই উত্তেজনায় কার্যত হাঁ করে গিলতে থাকেন পাওলিনের স্টান্ট। তবে এবার নাথান যা করেছেন, তা শুধু তাক লাগাবে না বরং ভয় ধরাবে। কারণ অত্যন্ত ঝুঁকি নিয়ে এবার স্টান্ট দেখিয়েছেন তিনি। উনিশ-বিশ হলেই মৃত্যু ছিল অনিবার্য।

টুইটারে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, চারদিকে সুবিশাল সব পাহাড়। পাহাড়ের অতলে গভীর খাদ। চারপাশ এমন পাহাড়ে ঘেরা হওয়ায় এবং গভীর খাত থাকায়, এমনিই এই জায়গা কেমন গুরুগম্ভীর। আর সেখানে দেখা গিয়েছে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে বাঁধা হয়েছে দড়ি। আর তার উপর দিয়ে হাঁটছেন নাথান পাওলিন। কোনও নিরাপত্তাও নেননি তিনি। না পিঠে বাঁধা রয়েছে কোনও দড়ি। না রয়েছে প্যারাশ্যুটের ব্যবস্থা। এমনকি শরীরে ভার ঠিক রাখার জন্য এবং ব্যালেন্সের জন্য হাতেও কিছুই ধরনেনি নাথান। অর্থাৎ দড়ি থেকে পা ফস্কালেই মৃত্যু।

এই ভিডিয়ো যাঁরা দেখেছেন, তাঁরা প্রত্যেকেই আঁতকে উঠছেন। নাথানের সাহসী মনোভাব নেটিজ়েনদের বুক কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ভিডিয়ো দেখতে দেখতে প্রতি মুহূর্তেই মনে হবে এই বুঝি মারাত্মক কিছু ঘটে গেল। তবে এ যাত্রায় অঘটন কিছু ঘটেনি। দড়ির উপর ৫০০ মিটারের এই লম্বা সফর নিরাপদেই শেষ করেছেন ফরাসি স্ল্যাকলাইনার নাথান পাওলিন। সময় নিয়েছেন আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা। জানা গিয়েছে, ব্রাজিলের রিও-ডি-জেনেরোতে ২৬৪ ফুট উঁচুতে ব্যাবিলোনিয়া পাহাড় এবং উর্কা পাহাড়ের মাঝে শক্তি এবং সরু দড়ি জাতীয় জিনিস বেঁধে এই স্টান্ট করেছেন নাথান।

নেটিজ়েনদের সকলেই এই ভিডিয়ো দেখে বলেছেন, ‘অবিশ্বাস্য, এমনটা যে কেউ করতে পারেন, সেটা ভাবাই দুষ্কর।’ সেই সঙ্গে নাথানকে নিরাপত্তা সংক্রান্ত কিছু বন্দোবস্ত রাখার কথাও বলেছেন নেটিজ়েনরা। তাঁর স্টান্টের জন্য তাঁকে বাহবাও দিয়েছে নেট দুনিয়া। তবে এমন দুঃসাহসিক কাজে সঠিক নিরাপত্তার বন্দোবস্ত প্রয়োজন এবং নাথান সেটা না করাও খানিক উষ্মাও প্রকাশ করেছেন নেটিজ়েনদের অনেকে। আর নিন্দুকদের কেউ কেউ বলেছেন, সবই পাবলিসিটি স্টান্ট। যদিও নিন্দার চেয়ে বরং নাথানের সাহসিকতার জন্য প্রশংসাই হয়েছে বেশি। তবে নাথানের উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত ছিল বলে মনে করেছেন সকলেই। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে আইফেল টাওয়ার থেকে টাইরোপে ৬৭০ মিটারের ওয়াক (হাঁটা) নির্বিঘ্নেই সম্পন্ন করেছিলেন ফ্রান্সের এই স্ল্যাকলাইনার।