Viral Video: এয়ারপোর্টে লাইন দাঁড়িয়ে থাকা যাত্রীদের ভদকা অফার করল মহিলারা! দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 16, 2021 | 7:26 PM

ধরুন আপনি বিমানবন্দের ভিতরে লাইনে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে ভদকা কেউ অফার করল। তাও বিনামূল্যে কেমন হবে? ভাবছেন এমনটা সম্ভব নয়। কিন্তু এমন ঘটনাই ঘটেছে এক বিমানবন্দরে।

Follow Us

ধরুন আপনি বিমানবন্দের ভিতরে লাইনে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে ভদকা কেউ অফার করল। তাও বিনামূল্যে কেমন হবে? ভাবছেন এমনটা সম্ভব নয়। কিন্তু এমন ঘটনাই ঘটেছে এক বিমানবন্দরে। বিমানবন্দরের মধ্যে চেক ইন লাইনে দাঁড়িয়ে যাত্রীদের ভদকা অফার করল একদল মহিলা যাত্রী। সেই ভিডিয়োই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

আমরা সবাই জানি যে, বিমানবন্দরে অ্যালকোহল নিয়ে প্রবেশ করা যায় না। আর যদি কেউ ভুল করেও কোনও অ্যালকোহল জাতীয় পানীয় নিয়ে প্রবেশ করে, তখন সেটা বিমানবন্দর কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করে। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিয়োয় এরকমই কিছু ঘটনা ঘটেছিল।

এক দল মহিলা যাত্রী কোনও কারণে ভদকার বোতল নিয়ে পৌঁছে যায় বিমানবন্দরে। তাঁরা আসলে বোতল গুলি চেক ইন করতে ভুলে গিয়েছিল। কিন্তু ওখানে বলা হয়ে ছিল যে হ্যান্ড লাগেজে ১০০ মি. লি. এর বেশি তরল পদার্থ নেওয়া যাবে না। সেই নিয়মটা তাঁরা ভেঙে ফেলে।

কিন্তু তাঁরা মদটা নষ্ট করতে চায়নি। তাই বিমানে ওঠার আগেই ওই ভদকা শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় তাঁরা। তাই এয়ারপোর্টে নিজেদের মধ্যে ভদকা খাওয়া শুরু করে দেয় তাঁরা। কিন্তু তাতেও যখন ওই অ্যালকোহল শেষ হয় না, তখন যাত্রীদের মধ্যে শেয়ার করতে শুরু করতে তাঁরা।

কয়েক মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ভিডিয়োটি। টিকটক নামক অ্যাপ সাইট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়। ওই ভিডিয়োয় দেখা যায় লাইনে দাঁড়িয়ে থাকা এক যাত্রী ওই মহিলাদের জিজ্ঞাসা করেন যে তাঁরা কোথায় যাচ্ছেন। এই প্রশ্নের উত্তরে ওই গ্রুপের এক মহিলা চেঁচিয়ে বলেন যে ‘মিয়ামি’।

আরও পড়ুন: Viral Video: ১৩,০০০ ফুটেরও বেশি উঁচুতে উড়ছে হট এয়ার বেলুন, তার ওপরে দাঁড়িয়ে রেকর্ড করলেন এই ব্যক্তি…

আরও পড়ুন: Viral Video: এ কেমন ক্যাফে! পায়ের নীচে জল আর তাতে ভেসে বেড়াচ্ছে মাছ…কেমন প্রতিক্রিয়া হল নেটিজেনদের?

আরও পড়ুন: Viral Video: ম্যানিকুইন সরাতে গিয়ে নড়ে উঠল ব্যক্তির শরীর! ভাইরাল ভিডিয়োতে দেখে নিন এই অদ্ভুত কাণ্ড…

ধরুন আপনি বিমানবন্দের ভিতরে লাইনে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে ভদকা কেউ অফার করল। তাও বিনামূল্যে কেমন হবে? ভাবছেন এমনটা সম্ভব নয়। কিন্তু এমন ঘটনাই ঘটেছে এক বিমানবন্দরে। বিমানবন্দরের মধ্যে চেক ইন লাইনে দাঁড়িয়ে যাত্রীদের ভদকা অফার করল একদল মহিলা যাত্রী। সেই ভিডিয়োই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

আমরা সবাই জানি যে, বিমানবন্দরে অ্যালকোহল নিয়ে প্রবেশ করা যায় না। আর যদি কেউ ভুল করেও কোনও অ্যালকোহল জাতীয় পানীয় নিয়ে প্রবেশ করে, তখন সেটা বিমানবন্দর কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করে। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিয়োয় এরকমই কিছু ঘটনা ঘটেছিল।

এক দল মহিলা যাত্রী কোনও কারণে ভদকার বোতল নিয়ে পৌঁছে যায় বিমানবন্দরে। তাঁরা আসলে বোতল গুলি চেক ইন করতে ভুলে গিয়েছিল। কিন্তু ওখানে বলা হয়ে ছিল যে হ্যান্ড লাগেজে ১০০ মি. লি. এর বেশি তরল পদার্থ নেওয়া যাবে না। সেই নিয়মটা তাঁরা ভেঙে ফেলে।

কিন্তু তাঁরা মদটা নষ্ট করতে চায়নি। তাই বিমানে ওঠার আগেই ওই ভদকা শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় তাঁরা। তাই এয়ারপোর্টে নিজেদের মধ্যে ভদকা খাওয়া শুরু করে দেয় তাঁরা। কিন্তু তাতেও যখন ওই অ্যালকোহল শেষ হয় না, তখন যাত্রীদের মধ্যে শেয়ার করতে শুরু করতে তাঁরা।

কয়েক মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ভিডিয়োটি। টিকটক নামক অ্যাপ সাইট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়। ওই ভিডিয়োয় দেখা যায় লাইনে দাঁড়িয়ে থাকা এক যাত্রী ওই মহিলাদের জিজ্ঞাসা করেন যে তাঁরা কোথায় যাচ্ছেন। এই প্রশ্নের উত্তরে ওই গ্রুপের এক মহিলা চেঁচিয়ে বলেন যে ‘মিয়ামি’।

আরও পড়ুন: Viral Video: ১৩,০০০ ফুটেরও বেশি উঁচুতে উড়ছে হট এয়ার বেলুন, তার ওপরে দাঁড়িয়ে রেকর্ড করলেন এই ব্যক্তি…

আরও পড়ুন: Viral Video: এ কেমন ক্যাফে! পায়ের নীচে জল আর তাতে ভেসে বেড়াচ্ছে মাছ…কেমন প্রতিক্রিয়া হল নেটিজেনদের?

আরও পড়ুন: Viral Video: ম্যানিকুইন সরাতে গিয়ে নড়ে উঠল ব্যক্তির শরীর! ভাইরাল ভিডিয়োতে দেখে নিন এই অদ্ভুত কাণ্ড…

Next Article