Viral Video: ম্যানিকুইন সরাতে গিয়ে নড়ে উঠল ব্যক্তির শরীর! ভাইরাল ভিডিয়োতে দেখে নিন এই অদ্ভুত কাণ্ড…

এমন ভিডিয়ো আগে হয়নি যে এমনটা নয়, কিন্তু এই ধরনের ভিডিয়োতে কে কতটা আলাদা করে তুলতে পারছে তার ওপরই ভাইরাল হওয়ার মাপকাঠি নির্ভর করে। স্রষ্টা এই ভিডিয়োটিকে অত্যন্ত হাস্যকর করে তুলেছিলেন।

Viral Video: ম্যানিকুইন সরাতে গিয়ে নড়ে উঠল ব্যক্তির শরীর! ভাইরাল ভিডিয়োতে দেখে নিন এই অদ্ভুত কাণ্ড...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 2:48 PM

একজন ব্যক্তির সঙ্গে ঠাট্টা করার জন্য একজন যুবকের সাজসজ্জার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। ভিডিয়োটি প্রচুর মানুষকে মারাত্মক হাসিয়ে তুলেছে ইতিমধ্যেই।

কন্টেন্ট ক্রিয়েটর উডি এবং ক্লেইনি সম্প্রতি এই ভিডিয়োটি তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ ইউটিউবে পোস্ট করার পর থেকেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি সাদা বডিস্যুটে নিজেকে ঢেকে রেখেছেন। তারপর সে গিয়ে ঘরের কোণে রাখা কয়েকটি অন্যান্য সাদা ম্যানিকুইনের মাঝে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আরেকজন লোক এসে তাদের সরিয়ে দিতে শুরু করে। বডিস্যুট পরা ব্যক্তিকে সরাতে গিয়ে যা হল, সেই অংশের ভিডিয়োটিই সবাইকে মারাত্মক মজার রসদ দিয়েছে।

ভিডিয়োটি দেখুন:

View this post on Instagram

A post shared by YouTube (@youtube)

এমন ভিডিয়ো আগে হয়নি যে এমনটা নয়, কিন্তু এই ধরনের ভিডিয়োতে কে কতটা আলাদা করে তুলতে পারছে তার ওপরই ভাইরাল হওয়ার মাপকাঠি নির্ভর করে। স্রষ্টা এই ভিডিয়োটিকে অত্যন্ত হাস্যকর করে তুলেছিলেন। তিনি শুরুতে দর্শকদের চুপ করে থাকার নির্দেশ দেন। তারপর বডিস্যুট পরে ঘরের কোণে গিয়ে শুয়ে যান। পরে অন্য ব্যক্তির প্রতিক্রিয়াটি এতটাই হাস্যকর ছিল যে সবাই ভিডিয়োটি পছন্দ করেছে।

ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকে প্রায় দু’লাখ লাইক পেয়েছে এবং এই সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। এমনকি প্রচুর পরিমাণে শেয়ারও করা হচ্ছে এই ভিডিয়ো। ‘এটি নিশ্চিতভাবে সৃজনশীল,’ একজন ইনস্টাগ্রাম ইউজার লিখেছেন। অন্য একজন লিখেছেন, ‘এটা পুরো আমি আর আমার বড় ভাই।’

আরও পড়ুন: Viral Video: বেশ সুন্দর দোলনায় দুলছিলেন, হঠাৎই ভারসাম্য হারিয়ে ফেলেন, তারপরই ভাইরাল সেই দম্পতি…

আরও পড়ুন: Viral Video: স্কুল খোলার আনন্দে স্কুলের গেটের বাইরেই ব্যান্ড বাজিয়ে নাচ বাবা মায়ের, ভাইরাল ভিডিয়ো…

আরও পড়ুন: Viral Video: টিক্কা রসগোল্লা চাট খেয়ে দেখলেন এক ফুড ব্লগার, ইন্সটাগ্রামে ভাইরাল হল তাঁর প্রতিক্রিয়া…