Viral Video: টিক্কা রসগোল্লা চাট খেয়ে দেখলেন এক ফুড ব্লগার, ইন্সটাগ্রামে ভাইরাল হল তাঁর প্রতিক্রিয়া…

একজন ফুড ব্লগার এই উদ্ভট ফিউশন খাবার চেখে দেখার চেষ্টা করার জন্য দোকানে গিয়েছিলেন। তিনি ইনস্টাগ্রামে প্রথমবারের মতো টিক্কি রসগোল্লা চাটের স্বাদ নেওয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছেন।

Viral Video: টিক্কা রসগোল্লা চাট খেয়ে দেখলেন এক ফুড ব্লগার, ইন্সটাগ্রামে ভাইরাল হল তাঁর প্রতিক্রিয়া...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2021 | 1:49 PM

কিছুদিন আগে একটা ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে একজন লোক সেভ, দই এবং চাটনি দিয়ে রসগোল্লার চাট তৈরি করেছিলেন। এবার একজন ফুড ব্লগার এই উদ্ভট ফিউশন খাবার চেখে দেখার চেষ্টা করার জন্য দোকানে গিয়েছিলেন। তিনি ইনস্টাগ্রামে প্রথমবারের মতো টিক্কি রসগোল্লা চাটের স্বাদ নেওয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োটি ফুড ব্লগার অঞ্জলি ধিংরা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। শেয়ার হওয়ার পর থেকে এটি ৮৪ হাজারেরও বেশি ভিউ পেয়েছে।

ভিডিয়োটি দেখুন:

View this post on Instagram

A post shared by So Saute (@sooosaute)

ভাইরাল ভিডিয়োটি শুরু হয় ফুড ব্লগার খাবারের দোকানের ঠিক বাইরে দাঁড়িয়ে টিক্কি রসগোল্লা চাট খাওয়া শুরু করে। তার হাতে চাটের প্লেট আছে এবং সে তাতে এক কামড় দেয়। সঙ্গে সঙ্গেই তাঁর মুখ দেখেই স্পষ্ট বোঝা যায় যে তিনি খাবারটা একেবারেই উপভোগ করেন নি। তাঁর প্রতিক্রিয়াই সেটা বলে দিয়েছে। এটা খাওয়ার পর তাঁকে বেশ হতাশ দেখাচ্ছে। কারণ তিনি এই খাবারটা কিনতে ১৪০ টাকা খরচ করেছেন। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনার প্রিয় রাস্তার খাবার কী।’

ফুড ব্লগার অঞ্জলি ধিংড়ার মতোই, এমন অনেক ইউজার ছিলেন যারা পোস্টটির কমেন্ট সেকশনে এই উদ্ভট খাবারের সঙ্গে জড়িত তাঁদের হতাশা শেয়ার করেছেন। একজন ইউজার লিখেছেন, ‘আমি তার মুখে হতাশা দেখতে পাচ্ছি। দয়া করে এই ধরনের খাঁটি মিষ্টি দিয়ে অশ্লীল কিছু করবেন না।। আরেকজন লিখেছেন, ‘একজন বাঙালির খুব খারাপ লাগল।’

আরও পড়ুন: Viral Video: কলকাতার রাস্তায় এক পুরুষ শাড়ি এবং টিপ পরে ঘুরে বেড়াচ্ছে কারুর তোয়াক্কা না করেই, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?

আরও পড়ুন: Viral Video: দোকানে বানানো ‘ফায়ার মোমো’-কে ঘিরে শোরগোল নেটপাড়ায়, অনেকেই পছন্দ করেছেন, অনেকেই করেন নি, আপনার কী মত?