Child Death: হাত কাঁপল না এতটুকু! সাত মাসের সন্তানকে গলা টিপে খুন!
শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারে। বাড়ি থেকে কীভাবে উধাও হয়ে গেল শিশু, ভেবে পাননি আত্মীয়রা। থানায় অভিযোগও দায়ের হয়। দিনভর চলে তল্লাশি। তখনও মায়ের কোনও একটা শব্দ শোনা যায়নি। রাতে পুলিশের প্রশ্নের পর প্রশ্নের মুখে সবটা বলে ফেললেন মা।
সাত মাসের দুধের শিশু। শুয়েছিল বিছানায়। হঠাৎই মা গিয়ে শ্বশুরকে খবর দেয়, সন্তানকে পাওয়া যাচ্ছে না। এরপরই শুরু হয় তল্লাশি। দিনভর নাটকের পর রাতে সত্যিটা সামনে আসে। জানা যায়, নিজের মা-ই খুন করেছে সন্তানকে! সাত মাসের সন্তানকে কীভাবে খুন করল মা, ভেবে অবাক হয়ে যাচ্ছেন প্রতিবেশীরা।
মানসিক অবস্থা নাকি অন্য কোনও কারণে এই কাজ করলেন? তা স্পষ্ট নয়। মা-কে গ্রেফতার করে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সংবাদমাধ্যম প্রশ্ন করলেও মা কোনও উত্তর দেয়নি। ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে শিশুর দেহ।
Latest Videos
