AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: ভোটের আগের রাতে বিজেপির বুথ সভাপতির ভাইপোকে মারধর, ঝরল রক্ত

Howrah: উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর বিধানসভা নিয়ে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। গত ভোটে এখানে জয়ী হয় তৃণমূল। সাজদা আহমেদ এই কেন্দ্রের বিদায়ী সাংসদ। এবারও তাঁকেই প্রার্থী করেছে দল। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরুণোদয় পাল চৌধুরী। ভোটের আগে থেকেই পারদ চড়েছে এখানে।

BJP: ভোটের আগের রাতে বিজেপির বুথ সভাপতির ভাইপোকে মারধর, ঝরল রক্ত
আক্রান্ত বিজেপি নেতার ভাইপো। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 20, 2024 | 7:14 AM
Share

উলুবেড়িয়া: আমতায় বিজেপির বুথ সভাপতির ভাইপোর উপর হামলার অভিযোগ। রবিবার রাতে এই হামলার অভিযোগ উঠেছে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতা বিধানসভার ২২৩ নম্বর বুথ সভাপতির ভাইপোর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ, ভোটের আগেরদিন রবিবার দুপুরে বিজেপির লোকজন দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় তাঁদের বাধা দেওয়া হয়। যদিও তা শোনেননি বিজেপির লোকেরা। এরপর রাতে ৩০টি বাইক নিয়ে একদল দুষ্কৃতী আসে। বিজেপির বুথ সভাপতির খোঁজ করে তারা। বুথ সভাপতিকে না দেখতে পেয়ে তাঁর ভাইপো প্রবীর রংয়ের উপর হামলা চালায় বলে অভিযোগ। রাতেই একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তাঁকে।

উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর বিধানসভা নিয়ে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। গত ভোটে এখানে জয়ী হয় তৃণমূল। সাজদা আহমেদ এই কেন্দ্রের বিদায়ী সাংসদ। এবারও তাঁকেই প্রার্থী করেছে দল। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরুণোদয় পাল চৌধুরী। ভোটের আগে থেকেই পারদ চড়েছে এখানে।