AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Superstar: জিৎকে দেখতে না পেয়ে প্রবল ভিড়ে ধাক্কাধাক্কি-হুড়োহুড়ি!

Tollywood Superstar: জিৎকে দেখতে না পেয়ে প্রবল ভিড়ে ধাক্কাধাক্কি-হুড়োহুড়ি!

Hirak Mukherjee

| Edited By: জয়দীপ দাস

Updated on: Dec 28, 2025 | 4:26 PM

Share

Jeet in Bankura: মেলার শুরুর দিনগুলো নির্বিঘ্নে কাটলেও শনিবার রাতে হঠাৎই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওইদিন রাতে মেলার যদুভট্ট মঞ্চে বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন টলিউড সুপারস্টার জিৎও অন্যান্য শিল্পীরা। রাত সাড়ে আটটা নাগাদ সূচি মেনে অনুষ্ঠান শুরু হতেই দর্শকদের ভিড় ও উন্মাদনায় মেলার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়।

বাঁকুড়া: রাঢ় বাংলার কুটির শিল্প ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে জাতীয় স্তরের বিষ্ণুপুর মেলা। মেলার শুরুর দিনগুলো নির্বিঘ্নে কাটলেও শনিবার রাতে হঠাৎই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওইদিন রাতে মেলার যদুভট্ট মঞ্চে বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন টলিউড সুপারস্টার জিৎও অন্যান্য শিল্পীরা। রাত সাড়ে আটটা নাগাদ সূচি মেনে অনুষ্ঠান শুরু হতেই দর্শকদের ভিড় ও উন্মাদনায় মেলার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়। মূলত পর্যটন ও সংস্কৃতি প্রসারের উদ্দেশ্যে আয়োজিত এই মেলায় শনিবার রাতের এই ঘটনা সাময়িকভাবে তাল কাটল বলে মনে করা হচ্ছে। 

Published on: Dec 28, 2025 04:16 PM