পরিবর্তন যাত্রা ঘিরে ফের ‘সম্মুখ সমরে’ তৃণমূল-বিজেপি
দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে।
বীরভূম: ফের বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে উত্তেজনা। এবার ঘটনাস্থল বীরভূমের ইলামবাজার। ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন। তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ।
শুক্রবার জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা ছিল। অভিযোগ, সেই কর্মসূচি থেকে ফেরার সময় স্থানীয় খাদিমপুরে তৃণমূলের লোকজনের সঙ্গে বিজেপির কর্মীদের গোলমাল বাধে। অভিযোগ, পুরনো একটি বিষয় তুলে এদিন ঝামেলা শুরু করে দু’পক্ষ।
এরপরই তৃণমূলের কর্মী-সমর্থকরা বিজেপির কর্মীদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ বিজেপির। মেরে মাথাও ফাটিয়ে দেওয়া হয়। তৃণমূলের অবশ্য দাবি, বিজেপির লোকজনই চড়াও হয়েছিল তাদের ছেলেদের উপর। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: অপসারিত শুভেন্দু! ফের গুরুত্ব বাড়ল সৌমেনের
তৃণমূলের অভিযোগ, এদিন রাতে বিজেপির লোকজন উস্কানিমূলক বক্তব্য রেখেছিল। তার জেরেই এই ঘটনা। বিজেপি মারধর করে মিথ্যা তাদের নামে দোষারোপ করছে।