অপসারিত শুভেন্দু! ফের গুরুত্ব বাড়ল সৌমেনের
গত দু'মাসে বঙ্গ রাজনীতি বহু ওঠাপড়ার সাক্ষী। আর তার একটা বড় অংশের সঙ্গে জুড়ে অবিভক্ত মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর নাম।
পূর্ব মেদিনীপুর: অপসারিত শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তমলুক জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারীকে। নতুন চেয়ারম্যান করা হয়েছে সৌমেন মহাপাত্রকে। সৌমেনবাবু রাজ্য জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দফতরের মন্ত্রী। শুক্রবার রাতে স্বাস্থ্য দফতরের এক নির্দেশিকায় শুভেন্দুবাবুকে চেয়ারম্যান পদ থেকে সরানোর কথা বলা হয়। তবে রোগী কল্যাণ সমিতির অন্য কোনও সদস্যকে সরানো হয়নি।
গত দু’মাসে বঙ্গ রাজনীতি বহু ওঠাপড়ার সাক্ষী। আর তার একটা বড় অংশের সঙ্গে জুড়ে অবিভক্ত মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর নাম। প্রশাসনিক পদ ছাড়া থেকে মন্ত্রিত্ব কিংবা দল ছাড়া, ভোটের আবহে এ ‘রাজনীতির’ কাণ্ডারী তিনিই। এবার তাঁকে অপসারণ করল রাজ্য সরকার। এর আগে পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি পদ থেকে শিশির অধিকারীকে সরিয়ে দেয় তৃণমূল। সেখানেও বসানো হয় সৌমেন মহাপাত্রকে।
প্রায় এক দশক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি থাকার পর গত ১৩ জানুয়ারি শিশির অধিকারীকে সরিয়ে ওই পদে বসানো হয় মন্ত্রী সৌমেন মহাপাত্রকে। ডানা ছেঁটে তাঁকে দেওয়া হয় জেলা সংগঠনের চেয়ারম্যানের পদ। তখনই বোঝা গিয়েছিল সৌমেন মহাপাত্রর গুরুত্ব বাড়ছে।
আরও পড়ুন: ‘ও তো দলকে ব্ল্যাকমেইল করছে’, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক বিশ্বজিৎ
এতদিন পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল তমলুকের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন শিশিরপুত্র। এবার সেখানে বসানো হল সৌমেন মহাপাত্রকে। শুক্রবার স্বাস্থ্য দফতরের স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড সেক্টর রিফর্ম সেল ( SPSRC) এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। সেখানে এমনটাও স্পষ্ট করা হয়েছে, এ বদল শুধু চেয়ারম্যান পদেই। রোগী কল্যাণ সমিতির অন্যান্য সদস্য পদে কোনও রদবদল হয়নি।