TMC: ছাগলে খেয়েছে ধান, তা নিয়েই তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তেজনা লাভপুরে
Trinamool Congress: নেপথ্যের কারণ জানলে একটু অবাক হবেন। ছাগলে খেয়েছে ধান। আর তা নিয়ে ক্রমেই তপ্ত হয়ে উঠল এলাকা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দেখা গেল ব্যাপক সংঘর্ষের ছবি। প্রথমে বচসা, তারপর রীতিমতো হাতাহাতি, লাঠালাঠির ছবি দেখা গেল। অবস্থা এমন দাঁড়াল যে শেষ পর্যন্ত কয়েকজনকে ভর্তি করা হল হাসপাতালে।
ভোট আসছে। চড়ছে উত্তেজনার পারদ। এরইমধ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ব্যাপক উত্তেজনা বীরভূমের লাভপুরে। তবে নেপথ্যের কারণ জানলে একটু অবাক হবেন। ছাগলে খেয়েছে ধান। আর তা নিয়ে ক্রমেই তপ্ত হয়ে উঠল এলাকা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দেখা গেল ব্যাপক সংঘর্ষের ছবি। প্রথমে বচসা, তারপর রীতিমতো হাতাহাতি, লাঠালাঠির ছবি দেখা গেল। অবস্থা এমন দাঁড়াল যে শেষ পর্যন্ত কয়েকজনকে ভর্তি করা হল হাসপাতালে। এদিকে ওই গ্রামে তৃণমূল ছাড়া কোনও দলই নেই। তাই এই কাণ্ড দেখে খোঁচা দিতে শুরু করেছে পদ্ম শিবিরের লোকজন।
Published on: Nov 05, 2025 05:33 PM
