AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: আসন্ন নির্বাচনে ক’টা আসন পাবে তৃণমূল? গুনে গুনে সংখ্যা বলে দিলেন অনুব্রত

Trinamool Congress: অনুব্রতর সাফ কথা রাজনৈতিকভাবে মমতার সঙ্গে না পেরে এসআইআর এনআরসি নিয়ে আসা হচ্ছে। আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “এসআইআরের পর এনআরসি করে পশ্চিমবঙ্গের ২ কোটি মানুষকে জেলে রেখে ওরা ভাবছে পশ্চিমবঙ্গ দখল করব। সে গুড়ে বালি। জীবনে হবে না।”

Anubrata Mondal: আসন্ন নির্বাচনে ক’টা আসন পাবে তৃণমূল? গুনে গুনে সংখ্যা বলে দিলেন অনুব্রত
অনুব্রত মণ্ডল Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 10, 2025 | 12:51 PM
Share

বীরভূম: একদিন আগেই কোচবিহারের সভা থেকে ফের একবার এসআইআর নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফের একবার সোচ্চারে বলেছিলেন, কোনওভাবেই বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না। এবার হুঙ্কার শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়। বললেন, SIR এর নামে NRC করতে দেব না। ফের একবার মমতার প্রশংসায় পঞ্চমুখও হতে দেখা গেল। বললেন, ২৩০-২৩৫ আসনে জয়লাভ করে ছাব্বিশের নির্বাচনের পরে আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা।  

বীরভূমের মল্লারপুরে এসআইআর সংক্রান্ত একটি সভায় গিয়েছিলেন অনুব্রত। সেখানেই তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে,মুখ্যমন্ত্রী না হলে আমাদের রাজ্যে অন্ধকার নেমে আসবে। কালো দিন নেমে আসবে। সেই ভুলটা আমরা কেউ করব। আমরা আবার তাঁকে ছাব্বিশের ভোটে জিতিয়ে আনব।” বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “যতই তোমরা লাগো তোমরা পারবে না, চ্যালেঞ্জ করলাম। ২৩০ থেকে ২৩৫ ভোটে বনগাঁ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করবেন।”

অনুব্রতর সাফ কথা রাজনৈতিকভাবে মমতার সঙ্গে না পেরে এসআইআর এনআরসি নিয়ে আসা হচ্ছে। আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “এসআইআরের পর এনআরসি করে পশ্চিমবঙ্গের ২ কোটি মানুষকে জেলে রেখে ওরা ভাবছে পশ্চিমবঙ্গ দখল করব। সে গুড়ে বালি। জীবনে হবে না। এখানে কোনও রোহিঙ্গা, বাংলাদেশি, ময়ানমারের লোক নেই। তুমি কী করে বাদ দেবে! আমাদের এই মাটিতে জন্ম, এই মাটিতেই মরব। তোমরা এসআইআর করলেও আমরা ভয় পাই না।” প্রসঙ্গত, হাতে আর একদিন। আর মধ্যেই এনুমারেশনের যাবতীয় প্রক্রিয়া শেষ হতে চলেছে। নির্বাচন কমিশন কর্তৃক শেষ পাওয়া আপডেট বলছে এখনও পর্যন্ত মোট ৫৭,০১,৫৪৮ ফর্ম আনকালেক্টেড রয়েছে। যার মধ্যে মৃতের সংখ্যা ২৪,০৮৫৭৪। ফলে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হলে বাদ যেতে পারে এই বিশাল সংখ্যক নাম।