Birbhum: গভীর রাতে ঘরে ঢুকেছিল, সকালই পিসির ছেলে-সহ কাকাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ লাভপুরের যুবতীর

Birbhum: গত শনিবার বাড়ি ফেরেন ওই যুবক। সূত্রের খবর, ওই দিনই গভীর রাতে যুবতীর ঘরে যান ওই যুবক। গোটা রাত সেখানেই ছিলেন। রবিবার সকালে বাড়ি চলে যান তিনি। যুবক ফিরতে না ফিরতেই সোজা থানায় চলে যান যুবতী।

Birbhum: গভীর রাতে ঘরে ঢুকেছিল, সকালই পিসির ছেলে-সহ কাকাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ লাভপুরের যুবতীর
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2024 | 1:14 PM

লাভপুর: কিছুতেই যেন রাশ টানা যাচ্ছে না রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায়। এবার বীরভূমের লাভপুরে পিসির ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ চাঞ্চল্য। নাম জড়িয়েছে ৪ কাকারও। অভিযোগ পেতেই চারজনকে পাকড়াও করেছে পুলিশ। একজনের খোঁজ চলছে। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন ১৮ বছরের  ওই যুবতী। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন তাঁর মা-বাবা। ৪ বছর ধরে পিসির ছেলের সঙ্গে ওই যুবতীর সম্পর্ক ছিল বলেও জানা যাচ্ছে। যদিও কর্মসূত্রে বাইরে থাকতেন ওই যুবকও। 

গত শনিবার বাড়ি ফেরেন ওই যুবক। সূত্রের খবর, ওই দিনই গভীর রাতে যুবতীর ঘরে যান ওই যুবক। গোটা রাত সেখানেই ছিলেন। রবিবার সকালে বাড়ি চলে যান তিনি। যুবক ফিরতে না ফিরতেই সোজা থানায় চলে যান যুবতী। সেখানে নিজের পিসির ছেলের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ করেন। করেন বিস্ফোরক দাবি।

যুবতীর অভিযোগ, তাঁর কাকাদের সামনেই গোটা ঘটনা ঘটেছে। কিন্তু, কোনওভাবেই তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করেননি। তাঁদের বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই যুবতী। তারপরেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। মোট পাঁচজনের বিরুদ্ধে দায়ের অভিযোগ। তবে এক কাকা বাইরে থাকায় তাঁকে এখনও পাকড়াও করতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনা চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।