বিজেপি নেতাকে গুলি, অগ্নিগর্ভ লিলুয়া

sreejayee das

|

Updated on: Jan 23, 2021 | 5:01 PM

বিজাপি নেতার কোমড়ের নীচে গুলি।

নেতাজীর জন্মদিনে অগ্নিগর্ভ হাওড়া, লিলুয়া। শাসক বিরোধী তাণ্ডবে অতিষ্ঠ লিলুয়া ও বেলুড়ের এলাকাবাসীরা। বিজাপি নেতার কোমরের নীচে গুলি। জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপতালে।

 

Published on: Jan 23, 2021 02:30 PM