Deadbody Recover: বাড়ির কাছের গাছটাকেই বেছে নিলেন কি না এ কাজের জন্য! বৃদ্ধের কাণ্ডে স্তম্ভিত গোটা পাড়া
Tapan: মৃতের পরিবারের দাবি তাদের কোনও অশান্তি বা ঝামেলা হয়নি যার জন্য তিনি এমন সিদ্ধান্ত নিতে পারে। জানা গিয়েছে, প্রতিদিনের মতো রাতেও খাবার খেয়ে শুয়ে পড়েন নীরেনবাবু। এ দিন, ভোরবেলা প্লাস্টিক বা কাচের বোতল কুড়োতে বের হন তারা।
তপন: প্রতিদিনের মতো খাবার খেয়ে শুয়ে পড়েছিলেন। কিন্তু তার মধ্যে কখন যে এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন ভাবতেও পারেনি পরিবারের লোকজন। রবিবার সকালে কাগজ কুড়োতে বের হওয়ার পর আর ফেরেননি। পরে স্থানীয় বাসিন্দারা দেখেন গাছে ঝুলছে ওই বৃদ্ধের দেহ। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। তারাই এসে দেহ নামায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি নাকইড় এলাকায়। মৃতের নাম নীরেন মণ্ডল (৬৫)।
মৃতের পরিবারের দাবি তাদের কোনও অশান্তি বা ঝামেলা হয়নি যার জন্য তিনি এমন সিদ্ধান্ত নিতে পারে। জানা গিয়েছে, প্রতিদিনের মতো রাতেও খাবার খেয়ে শুয়ে পড়েন নীরেনবাবু। এ দিন, ভোরবেলা প্লাস্টিক বা কাচের বোতল কুড়োতে বের হন তিনি। এরপর সকালে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি গাছে ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়।
বিষয়টি প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও পরিবারের প্রাথমিক অনুমান ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে অসুস্থ। ছেলের চিকিৎসার জন্য ঋণী হয়ে পড়েছিলেন তিনি। সেই কারণেই হয়ত ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ।