AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

South Dinajpur: দক্ষিণ দিনাজপুরে বাড়তি নজর মিমের? জেলায় শক্তি বাড়াল ওয়েইসির দল

AIMIM joining: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় নিজেদের শক্তি বাড়াচ্ছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন। একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের মাত্র ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মিম। তবে আসন্ন নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের সব আসনে তারা প্রার্থী দেবে বলে মিমের জেলা নেতৃত্ব জানিয়েছে।

South Dinajpur: দক্ষিণ দিনাজপুরে বাড়তি নজর মিমের? জেলায় শক্তি বাড়াল ওয়েইসির দল
মিমের পতাকা হাতে তুলে নিলেন অন্য রাজনৈতিক দলের কর্মীরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 12, 2025 | 10:47 AM
Share

হরিরামপুর: মালদহ, মুর্শিদাবাদের পর এবার আসাদউদ্দিন ওয়েইসির দল মিমের নজরে কি দক্ষিণ দিনাজপুর? উত্তরবঙ্গের এই জেলায় ফের শক্তি বাড়াল মিম। তৃণমূল ও আইএসএফে ভাঙন ধরাল। রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিধানসভা এলাকায় তৃণমূল ও আইএসএফ থেকে প্রায় ৩০ জন কর্মী যোগ দিলেন মিমে। যদিও তৃণমূলের বক্তব্য, তাদের দলের কোনও কর্মী মিমে যোগদান করেননি।

বৃহস্পতিবার হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মিম পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এরপরই তৃণমূল ও আইএসএফ থেকে প্রায় ৩০ জন মিমে যোগদান করেন। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিমের জেলা সভাপতি উম্মেদ আলি খান, জেলা সহ সভাপতি হায়দার আলি, হরিরামপুর ব্লক নেতা মাবুদ হাসান সহ একাধিক নেতা।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় নিজেদের শক্তি বাড়াচ্ছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন। একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের মাত্র ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মিম। তবে আসন্ন নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের সব আসনে তারা প্রার্থী দেবে বলে মিমের জেলা নেতৃত্ব জানিয়েছে। মিমের জেলা সভাপতি উম্মেদ আলি খান জানিয়েছেন, “রাজ্যে লাগামছাড়া দুর্নীতি হচ্ছে। মুসলিমদের উপর শোষণ ও তোষণ হচ্ছে। বিজেপিও মুসলমান সমাজকে কোণঠাসা করে রাখছে। তাই এই ৩০ জন বিভিন্ন দল ছেড়ে মিমে যোগদান করলেন।”

এদিকে মিমে যোগদানকারী মেহেদী হাসান নামে এক আইএসএফ কর্মী বলেন, “আমি আইএসএফের কনভেনর ছিলাম। আজ আমি মিম পার্টিতে যোগ দিলাম। আমার সঙ্গে আরও ৩০০ জন মিম পার্টিতে যোগদান করবে। ওদের প্রতিনিধি হিসেবে আমি মিমে যোগদান করলাম।”